খুঁজে পাওয়া গেল পৃথিবীর সবচেয়ে বড় সাপ, দেখলে চোখ কপালে উঠবে

সাপ দেখলে যে কেউ ভয়ে শত হস্ত দূরে চলে যায়। আর সামনে থেকে কেউ যদি পড়ে থাকতে থাকতে দেখে বিশাল আকৃতির সাপ! তাহলে তো ভয়ের আর শেষ থাকবেনা। সেই বিরল দীর্ঘতম সাপের খোঁজ মিললো এবার বিশ্ব দরবারে।
বিষধর সাপের তালিকায় যেমন আছে; শাখামুটি, কোবরা, পাইথন। ঠিক সেরকম দীর্ঘতম সাপও আছে। অ্যানাকোন্ডা কে টিভির পর্দায় দেখেই দর্শকদের প্রাণ হাতে চলে এসেছিল; সেখানে যদি সত্যিকারের ওই দৈর্ঘ্যের সাপের দেখা মেলে, তাহলে তো আর কথাই নেই। বিশ্বের দীর্ঘতম সাপ হলো মালয়েশিয়ার কিং কোবরা (king cobra)।
এই মালয়েশিয়ান কিং কোবরা কামড়ালে তার ফলাফল ভয়ঙ্কর হতে পারে; যেমন প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে।এই সাপের দংশনের পর যদি চিকিৎসা না করা হয়, তাহলে ৫০ শতাংশ ক্ষেত্রেই মৃত্যু অবধারিত। এই সাপের বিষে আছে ভয়ঙ্কর নিউরোটক্সিন,যা মৃত্যুমুখী করে তোলে মানুষ থেকে শুরু করে যেকোনো পশু কে পর্যন্ত। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কিছু বিষাক্ত সাপও ভয়ঙ্কর দীর্ঘতম সাপগুলির মধ্যে অন্যতম। এইসব ভয়ঙ্কর প্রজাতির সাপগুলি গোটা মানুষকে গিলে পর্যন্ত খেতে পারে সহজেই; সেরকম ভাবেই এদের পাকস্থলী তৈরী করা হয়।