জমি থেকে উদ্ধার ১১ ফুটের বিশাল সাপ উদ্ধার করলেন সাহসী যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতা থেকে জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে, সাপের ভিডিওগুলি অন্যতম। বিশ্বের বিভিন্ন প্রজাতির সাপের সন্ধান, এখন অতি সহজেই এই নেটদুনিয়া থেকে পাওয়া যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এরকমই এক বিশাল আকৃতির সাপকে ঘিরে চর্চা শুরু হলো।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, জমিতে থাকা একটি সাপের বাসা ভেঙে বিশালাকৃতির সাপকে উদ্ধার করা হচ্ছে আর এই সমস্ত কাজটি করছে একটি যুবতী! যা দেখে সকলেই অবাক হয়ে গেছে। সাপকে উদ্ধার করার পর তিনি জানান, এটি তার উদ্ধাগর করা হয় সবথেকে বড় সাপ। সাপটির লম্বায় প্রায় ১১ ফুট কিন্তু এটি বিষহীন বলে জানিয়েছে ওই যুবতী। তিনি আরো বলেন যে, এই জাতীয় সাপ জমিতে থাকা খুবই ভালো। তার কারণ, এগুলি অন্যান্য বিষধর প্রজাতির সাপ, বিভিন্ন ইঁদুর কে জমিতে আসা থেকে প্রতিহত করে।
ভিডিওটি ইউটিউবে ‘গুরুকূল এডুকেশন টেক’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। ভিডিওটি বর্তমানে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে ভিউজ সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৭৮ লাখে এবং ১৬২ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে। অনেকেই মন্তব্য করেছে ওই যুবতীর সাপ উদ্ধারকারীর ঘটনাটি সত্যি অসাধারণ।