হুবহু মানুষের মত তুমুল ঝগড়া করছে সবুজ টিয়া ও বিরল সাদা টিয়া! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বিশ্বের যে কোন প্রান্তে ঘটে যাওয়া ঘটনার সম্ভার বর্তমানে সোশ্যাল মিডিয়া। ইন্টারনেটের দ্বারা অতি সহজেই যে কোন কাহিনী জানা যায়, নেট দুনিয়ার পাতা থেকে। বিশ্বের অনেক বিরলতম দৃশ্য সাক্ষী হওয়া যায়, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই! সাধারণ মানুষ ছাড়াও, পশুপাখিদেরও নানান দৃশ্য উঠে আসে মুঠোফোনের পাতায়। এমনই এক বিরল প্রজাতির টিয়ার দুষ্টু-মিষ্টি কাহিনী ভাইরাল হল নেটদুনিয়ার পাতায়।
ভাইরাল (viral) হওয়া ওই ভিডিওতে দেখা গেছে একটি রিং নেকের সাদা টিয়া এবং সবুজ টিয়াকে, যারা একে অপরের সাথে ঝগড়াই লিপ্ত হয়েছে। তাদের মালিক একজনকে আদর করতে শুরু করলে, অপরজন রেখে গিয়ে তেরে আসছে! এবং তাদের মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে।
স্বাভাবিকভাবে সাদা রঙের টিয়া পাখি খুব একটা দেখা যায় না! আর টিয়া পাখির এর লড়াইও বেশ বিরলতম দৃশ্য। ইউটিউবে ‘গ্রীন প্যারট’ (Green parrot) নামের একটি চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে, যা দেখে সকলে আনন্দ প্রকাশ করেছে।