অবিকল মানুষের মতই খাটিয়াতে বসে প্রেম করছে দুই টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অবাক করা যে কোনো জিনিস অতি সহজেই জনপ্রিয়তা পাচ্ছে, এই নেটদুনিয়ার পাতা থেকে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পশু-পাখিদের মজাদার মুহূর্ত জনপ্রিয়তা পায়। বিভিন্ন প্রজাতির পশুদের পাশাপাশি, পাখিদেরও নানান মর্যাদার মুহূর্ত উঠে এসে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই জাতীয় ভিডিওগুলি দেখে সাধারণ মানুষ বেশ আনন্দ উপভোগ করে।
বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে টিয়া, ময়না, কাকাতুয়া এগুলি হল অন্যতম কারণ এরা হুবহু মানুষের গলায় কথা বলতে পারে। এবং নানান কর্মকাণ্ড তারা হুবহু মানুষের মতন করে বসে। তাই অতি সহজেই তাদের মজাদার মুহূর্ত জনপ্রিয়তা পায় সোশ্যাল মিডিয়া থেকে। অনেক ক্ষেত্রেই দেখা পশুপাখির দৃশ্য, তার মালিক তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় আর সেগুলি অতি সহজেই জনপ্রিয়তা পেয়ে যায়। সম্প্রতি এমনি দুই টিয়া পাখির (parrot) মুহূর্ত বেশ ভাইরাল (viral) হল মুঠোফোনের পর্দায়।
এই ভিডিওতে দেখা গেছে দুটি পূর্ণাঙ্গ বয়সের টিয়া পাখি যার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে। একটি খাটিয়াতে বসে থাকা ঐ টিয়া পাখির মধ্যে ছেলে টিয়া পাখিটিকে দেখেই বোঝা গেছে, সে রাগ করে রয়েছে। ও
অপরদিকে মেয়ে টিয়া পাখিটি তাকে মানানোর চেষ্টা করছে। তাদের এত সুন্দর প্রেমের একটি মুহূর্ত খুব সহজেই নেটিজেনদের কাছে আপন হয়ে উঠেছে।
স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে অবাক করে তুলেছে, দুই টিয়া পাখির মানুষের ন্যায় আচরণ। ইনস্টাগ্রামে ‘প্যারট প্যারাডাইস’ নামের একটি চ্যানেল থেকে ভিডিওটি তুলে ধরা হয়েছিল, ইতিমধ্যেই নেটিজেনদের পছন্দের জায়গায় পৌঁছে এই ভিডিওটি। হাজার হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে।