×
ভাইরাল ভিডিও

গায়ে কেউটে সাপ জড়িয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন মহিলা! ভাইরাল ভিডিও দেখে শিহরিত নেটিজেনরা

Advertisements
Advertisements

সাপেদের ভিডিও প্রায়শই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় পাতায়। সাপ এমন একটি ভয়ঙ্কর প্রাণী যাকে দেখে বুক কেঁপে ওঠে সবার। ঠিক এরকমই হাড়-হিম করা সাপের ভিডিও ভাইরাল (viral) হল সোশাল মিডিয়া তে।

Advertisements

ভিডিও তে দেখা গেছে একটি বিষধর ‘কেউটে সাপ’ জড়িয়ে ধরে আছে এক মহিলা কে। এমন দৃশ্য কেউ এর আগে সচক্ষে হয়তো দেখেনি। তবে সাপটি মহিলাটির কোনো ক্ষতি করেনি! সেটাই সব থেকে বেশি অবাক করার মতো। ভিডিওটি তে মহিলাটিকেও ধন্য ধন্য করা উচিত; কারণ সে একবারের জন্যও নড়েনি। আর তার জন্যই হয়তো, সাপটি আস্তে আস্তে সরে গেছে নিজের জায়গা থেকে।

ভিডিওটি টুইটারে আইপিএস অফিসার ‘সুশান্ত নন্দা’ (Sushant Nanda) আপলোড করেছে। ভিডিও টি আপলোড করা মাত্রই নেটিজেনদের চক্ষু চড়গাছ। ইতিমধ্যেই ভিডিওটি ২২ হাজার ভিউজ পেয়েছে। অনেকেই অবশ্য এটিকে প্রথমে এডিটিং এর কারসাজি বলছিলেন, তবে টা একদমই ভুল। এরই মধ্যে উনি সবাই জিজ্ঞাসা করেছেন, “এটা তাদের সাথে হলে তারা কি করতো?” যার ফলে অনেকেই তাদের মন্তব্য তুলে ধরেছে; কেউ বলেছে, “তার হার্ট অ্যাটাক হতো” কেউ বা আবার নিয়েছে, ঠাকুরের নাম।

Advertisements