হুবহু মানুষের মত পেন দিয়ে খাতায় লিখছে ছোট্ট টিয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন পোষ্য প্রাণীদের কর্মকান্ড দেখা যায়। তাদের মালিকেরা তাদের নানান মুহূর্ত তুলে ধরে নেট দুনিয়ার পাতায় আর এগুলি খুব সহজেই জনপ্রিয়তা পায়। তবে পোষ্য প্রাণী বলতে শুধু কুকুর, বিড়াল এদেরই বোঝায় না এই তালিকায় রয়েছে বিভিন্ন পাখি। সাধারণ মানুষ নানান কথা বলা পাখি যেমন; টিয়া, ময়না, কাকাতুয়া এদেরকে বাড়িতে রাখে।
এরা ঠিক যেমনভাবে মানুষের গলার স্বর নকল করতে পারে, ঠিক সেরকম ভাবেই এদের অনেক কর্মকান্ড মানুষের কাজকেও হার মানায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকমই এক টিয়া পাখিকে দেখা গেল হুবহু মানুষের মত করে, খাতা-পেন নিয়ে লেখালেখি করতে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, মানুষের মতন করেই ওই ছোট্ট পাখিটি পেনটিকে ধরেছে। এরপর খাতার মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে পেনটি নিয়ে। এমনকি সে পেনটিকে এমন ভাবে খোলার চেষ্টা করেছে, এটা দেখে মনে হয়েছে কিছুক্ষণ পরেই সে পেন নিয়ে বিশাল লেখালেখি শুরু করবে। পাশাপাশি কথা বলারও চেষ্টা করছে ওই পাখিটি।
স্বাভাবিকভাবেই এমন একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল (viral) হয়ে উঠেছে প্রায়। ১০ লক্ষ মানুষ ভিডিওটি ইতিমধ্যেই দেখে নিয়েছে। তাই দেরি না করে আপনিও দেখে নিন এই ভিডিও।