×
ভাইরাল ভিডিও

ঘাস-পাতা ছেড়ে অবিকল মানুষের মতো রাস্তায় দাড়িয়ে ফুচকা খেতে ব্যস্ত গরু-বাছুর, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই অবাক করার নানান ঘটনার সাক্ষী হওয়া যায়। কখনো কোন দৃশ্য আমাদের মনে আনন্দের সঞ্চার করে, আবার কখনো দৃশ্য আবেগ বা কষ্ট দেয়। তবে এবার এক ভিন্ন ধরনের দৃশ্য নজর কাড়লো নেট দুনিয়ার পাতায়। যেখানে দেখা গেছে গরু বাছুরও ফুচকা খাচ্ছে!

Advertisements

গরু বাছুর কিনা ফুচকা খায়! এও কি সত্যি? ফুচকার নাম শুনলেই আট থেকে আশি সকলেরই জিভে জল চলে আসে। তবে কি গরু বাছুরেরও একইরকম হয়? ভিডিওটিতে দেখা গেছে, এক ব্যক্তি একটি গরু এবং একটি বাছুরকে ফুচকা খাওয়াচ্ছে। খুব সম্ভবত তিনিই তাদের মালিক। গরুগুলিও বেশ আনন্দ সহকারে সেই ফুচকা গুলি খেতে শুরু করে।

তারা যে ফুচকা খেতে যথেষ্ট ভালোবাসে, তা ভিডিও দেখে সহজেই প্রমাণিত হয়েছে। দোকানের অন্যান্য ক্রেতারাও রীতিমতো অবাক হয়ে গেছে এই দৃশ্য দেখে। খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক। ভাইরাল হয়েছে এই ভিডিও টুইটারের মাধ্যমে আপলোড করা এই ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়েছিল, “মা-মেয়ে একসঙ্গে দাঁড়িয়ে কি সুন্দর ফুচকা খাচ্ছে”।


প্রায় ৬০ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে। কেউ বলেছে, “আমি গরুকে কখনো এভাবে ফুচকা খেতে দেখিনি”, তো কেউ বলেছে, “যিনি খাওয়াচ্ছেন তিনি জানেন তারা ফুচকা খেতে”।

Advertisements