×
ভাইরাল ভিডিও

বাড়ির পিছনে ঘাপটি মেরে বসেছিল বিরল প্রজাতির বিষধর সাপ, উদ্ধার করতে গিয়ে প্রাণ সংশয় যুবকের, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

মুঠোফোন ও ইন্টারনেটের সংযুক্তিকরণের ফলে, সারাদিনের নানান খবর এখন এসে জমা হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। সাধারণ মানুষ ছাড়া বিভিন্ন প্রজাতির প্রাণীদের ভিডিও হামেশাই নজর করে সাইবারবাসীদের। সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। বিভিন্ন প্রজাতির সাপেদের নানান কর্মকাণ্ড উঠে আসে সোশ্যাল মিডিয়ার পাতায়।

Advertisements

গোটা বিশ্বজুড়ে নানান প্রজাতির বিষধর সাপ রয়েছে। এদের মধ্যে কোবরা (cobra), অ্যানাকোন্ডা (anaconda), পাইথন (pytho ইত্যাদি হল অন্যতম জনপ্রিয়। তবে এদের থেকেও আরো এক বিষধর প্রজাতির সাপ হলো ব্যান্ডেড ক্রাইট (Banded krait), যা যেকোনো প্রজাতির সাপকে অতি সহজেই খেয়ে নিতে পারে। এমনকি পাইথন, কোবরা পর্যন্ত লড়াইয়ে এই সাপেদের কাছে পরাস্ত হয়ে যেতে পারে।

উড়িষ্যা জেলার ভদ্রক গ্রামে এরকমই এক সাপের সাক্ষী রইল গ্রামবাসীরা। ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির পেছনে ঝোপঝাড়ে ঘাপটি মেরে বসে ছিল এই বিরল প্রজাতির সাপটি। মির্জা মোহাম্মদ আরিফ নামের এক সাপ উদ্ধারকারী কর্মী অত্যন্ত দক্ষতার সাথে উদ্ধার করে আনে সাপটিকে।

সাপটিকে দেখতে অদ্ভুত রকমের সুন্দর, গোটা শরীর উজ্জ্বল এবং কালো-হলুদ ডোরাকাটা। ৭ই ডিসেম্বর আপলোড করা ওই ভিডিওটি, ইউটিউবে ইতিমধ্যেই ৫ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছে। প্রত্যেকেই ওই সাপ উদ্ধারকারী কর্মীর কাজের প্রশংসা জানিয়েছে এবং তাকে ধন্যবাদ জানিয়েছে, এরকম একটি বিরল প্রজাতির সাপকে দেখানোর জন্য।

Advertisements