জ্যান্ত সাপ দিয়ে চুলে বেঁধে শপিংমলে ঘুরে বেড়াচ্ছেন মহিলা! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়ায় পাতায় অস্বাভাবিক অনেক জিনিসই জনপ্রিয়তা পায়। যেহেতু নেটদুনিয়ার দর্শক সংখ্যা নেহাতই কম নয় তাই অতি সহজেই যেকোনো জিনিস ভাইরাল (viral) হয়ে ওঠে। সম্প্রতি এরকমই এক মহিলার কান্ড দেখে অবাক হয়ে যাচ্ছে নেটদুনিয়ার বাসিন্দারা ।
ভাইরাল হওয়া ওই ভিডিও তে দেখা গেছে এক মহিলা শপিং মলে গেছেন, মাথায় সে একটি খোঁপা করে ছিল সে। তবে সেই খোঁপায় ছিলো আস্ত একটি সাপ! খোঁপা সাধারণত গার্ডার দিয়েই বাঁধা থাকে কিন্তু ওই মহিলার খোঁপায় গার্ডার এর বদলে ছিল জ্যান্ত সাপ ।
View this post on Instagram
এমন এক দৃশ্য ভিডিও তে দেখে নেটিজেনরা তো হতবাক হচ্ছেই; সব থেকে বেশি আতঙ্কিত হয়েছে ওই শপিংমলে থাকা অন্যান্য লোকেরা। তবে সাপটিকে নড়াচড়া না করতে দেখে অনেকেই প্রশ্ন করেছে। মহিলাটি অবশ্য সবাই কে আশ্বস্ত করেছেন; তিনি জানান, ওই সাপটি তার পোষ্য; তাকে এইভাবেই থাকার ট্রেনিং দেওয়া হয়েছে। তবে তাতেও কি মন মানতে পারে সাধারণ মানুষের! নেটদুনিয়ার মানুষেরাও তাদের মন্তব্য তুলে ধরেছে; কেউ বলেছে, “ভালই কাজ শিখেছে সাপটি” কেউবা আবার বলেছে “পাবলিক প্লেসে এরূপ করা উচিত না” ।