×
ভাইরাল ভিডিও

বাংলার জয়জয়কার! কোরিয়ান মঞ্চে কোরিয়ানদের গলায় শোনা গেল বাংলার গান, ‘আমি বাংলায় গান গাই’

Advertisements
Advertisements

বাঙালিরা সর্বদাই বিশ্ব দরবারে চর্চিত হয়ে আসছে। বাংলা সাহিত্য থেকে শুরু করে গান, কবিতা সবকিছুই যেনো গোটা বিশ্বের কাছে সুমধুর এক বিষয়। ‘রবি ঠাকুর’ যেভাবে প্রতিটি গান-কবিতাকে প্রতিষ্ঠিত করে গেছে, সেক্ষেত্রে বিশ্ব দরবারে নিজেদের প্রশংসা কুড়ানোটা হয়তো এমন কিছু শক্ত কাজ নয়। আজ পর্যন্ত বাঙালিরা তাদের ভাষা দিয়ে সকল দেশের কাছে নিজেদের দেশের মুখ উজ্জ্বল করে আসছে। বাঙালি জাতি আজ সকলের কাছে গর্বের বিষয়।

Advertisements

বাংলায় এমন বহু গান আছে যেগুলি শুধু বাঙালিকেই নয়, সারা বিশ্বকেও মুগ্ধ করে তোলে! ঠিক সেরকমই একটি জনপ্রিয় গান ‘আমি বাংলায় গান গাই’। ১৯৯৪ সালে ভারতীয় গায়ক তথা কবি প্রতুল মুখোপাধ্যায় এই গানটি তৈরি করেছিলেন। তবে সেখান থেকে এই গান কখনো কোরিয়ান মঞ্চে কোরিয়ানদের গলায় শোনা যাবে, সেটি হয়তো কেউই ভাবতে পারেনি।

জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড ‘ই সাং’-এর কন্ঠে এবার শোনা গেল এই জনপ্রিয় গানটি যা শুনে রীতিমতো আবেগঘন হয়ে উঠেছে গোটা বাঙালি জাতি। বাঙ্গালীদের গর্ববোধ যেন এক অন্য মাত্রায় পৌঁছে গেছে। প্রবাসে দাঁড়িয়েও বাংলা ভাষাকে এতটা মর্যাদা দেওয়ার জন্য সকলেই সাধুবাদ জানিয়ে সেই ওই কোরিয়ান ব্যান্ডকে। শুধু তাই নয় তারা অতি সুন্দর করে ‘আমি বাংলায় গান গাই’ গানটি গেয়েছে।

ফেসবুকে ‘আরটিভি এন্টারটেইনমেন্ট বিনোদন’ নামের একটি চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় ভিডিও রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। প্রায় ৫ লক্ষের বেশি ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ভিডিওটি এবং ২৫ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে।

Advertisements