ভাইরাল ভিডিও
কৃষকের ঘরে কিং কোবরার বাসা! বিশাল আকৃতির সাপ দেখে আতঙ্কিত গ্রামবাসী
Advertisements

Advertisements
সাপকে কে না ভয় পায়! বিষধর হোক বা বিষহীন; যে কোন সাপের থেকেই সাধারণ মানুষ শতহস্ত দূরে থাকে। সোশ্যাল মিডিয়ার পাতাতে আবার সাপের যেকোন ভিডিও দেখতে সাধারণ মানুষ বেশ পছন্দ করে, তাই এগুলি খুব সহজেই জনপ্রিয়তা পায়। এমনই এক ভিডিওকে ঘিরে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় ।
Advertisements
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি চাষির বাড়িতে; গ্রামে তার বাড়িতে বাসা বেঁধেছে এক বিশাল আকৃতির কিং কোবরা। (kimg cobra) স্বাভাবিকভাবেই এই কথা সামনে আসতেই, আশেপাশের বাড়ির মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষধর সাপকে সকলেই ভয় পায় আর তার মধ্যেই কিং কোবরা হল অন্যতম।
গ্রামবাসীরা সেই সাপ দেখা মাত্রই, ওই বাড়িতে ভীড় জমাতে থাকে। এর পরে বনদপ্তরকেও খবর দেওয়া হয়; বহু চেষ্টার পর তারা সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া সেখানে হাজির হয়েছে।
Advertisements