বাড়িতে ঢুকে পড়েছে বিষাক্ত গোখরো সাপ, ভাইরাল ভিডিও দেখে হাড়হিম নেটজনতার

সব সময় সরকার থেকে পরামর্শ দেওয়া হয় আগাছা জাতীয় জায়গা বা ভাঙ্গা পরিতক্ত বাড়ি, পরিষ্কার করে রাখতে কারণ এই জাতীয় জায়গাতেই বিষধর প্রাণী যেমন সাপ-খোপ বাসা বাঁধে আর এগুলি সাধারণ মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে। তবুও সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে এই জাতীয় নানান দৃশ্য দেখা যায় অতি সহজেই।
বিশ্বের একটি ভয়ংকর প্রজাতির প্রাণীদের মধ্যে সাপ হল অন্যতম। যতই তাদের নিরীহ বলে আখ্যা দেওয়া হোক না কেন, বিষধর সাপকে সর্বদা এই সাধারন মানুষ দূরত্ব বজায় রেখে চলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এরকমই একটি সাপের দৃশ্য ভাইরাল হল।
ভিডিওটিতে দেখা গেছে, একটি বিশাল আকৃতির বিষধর গোখরা সাপকে। যাকে ইংরেজিতে বলে ‘স্পেক্টাকল্ড কোবরা’ । এই সাপটি একটি গৃহস্থ্য বাড়িতে ঢুকে বসেছিল। এরপরই ওখানকার লোকেরা একজন দক্ষ সাপ উদ্ধার কর্মীকে খবর দেয়। সেই ব্যক্তি এসে জঞ্জালের মধ্য থেকে ওই বিষধর সাপটিকে উদ্ধার করে।
ওই কর্মীর দক্ষতা দেখে সকলের রীতিমতো অবাক হয়ে গেছে। ওই ব্যক্তি অতি সন্তপর্ণে সে সাপটিকে নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। ইউটিউবে দুই সপ্তাহ আগে ‘Sarpmitra Akash Jadhav’ চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ২৪ হাজার মানুষ ভিডিওটি দেখেছে এবং ৫৮৮ জন ভিডিওটি পছন্দ করেছে।