×
ভাইরাল ভিডিও

মাছের জালে আটকে রয়েছে বিষধর কোবরা, জীবনের ঝুঁকি নিয়ে সাপটির প্রাণ রক্ষা করলেন সহৃদয় ব্যক্তি, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

বর্তমানে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। না জানা না দেখা অনেক জিনিস এই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পায় সহজেই। বাড়িতে থাকা সাধারণ পোষ্য বাদেও বনের, জঙ্গলে থাকা পশুদের নানান দৃশ্য প্রায়শই ভাইরাল হয় নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। সাপেদের ভিডিও সামনে এলেই, এগুলি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের দের কাছে অধিক জনপ্রিয়তাও পায়।

Advertisements

সাধারণ মানুষ বিষাক্ত সাপেদের থেকে শতহস্ত দূরে থাকলেও, সোশ্যাল মিডিয়ার পাতাতে তাদের নানান কর্মকাণ্ড দেখতে বেশ পছন্দ করে। কখনো কখনো দেখা যায়, এই সাপেদেরই পোষ্য বানিয়ে ফেলেছে কেউ কেউ। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতাতে এক অন্যরকম সাপের ভিডিওর সাক্ষী হল নেটপাড়া। নানান প্রজাতির প্রাণীদের ভাষা সাধারণ মানুষ বুঝতে না পারলেও, অনেক সময় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর এক্ষেত্রেও বিপদে পড়া সাপটিকে বাঁচাতে এগিয়ে এলো গ্রামবাসীরা।

ওই ভিডিওতে দেখা গেছে, একটি পুকুর আটকে পড়েছে এক বিষাক্ত কোবরা সাপ। সেখানে উপস্থিত মানুষজন দেরি না করে সাপ উদ্ধারকারী এক কর্মীকে ডেকে আনে। মাছের জালে জড়িয়ে যাওয়া ওই সাপটিকে অতি সন্তপর্ণে জাল কেটে বের করে আনে, ওই সাপ উদ্ধারকারী কর্মী মির্জা মোহাম্মদ আরিফ। এরপর তিনি জানান, কখনোই এই জাতীয় প্রাণীদের মেরে ফেলতে নেই; সব সময় বনদপ্তরের হাতে তুলে দেওয়া সাপটিকে উদ্ধার করার পর, সে একটি ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেয় সেটিকে।

ইউটিউবে ওই সাপ উদ্ধারকারী কর্মীটি নিজের অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরেছিল। মাত্র একদিনের মাথায় ভিডিওটি ৮ হাজার ভিউজ সংখ্যা ছাড়িয়েছে। নেটিজেনদের প্রত্যেকেই ওই সাপ উদ্ধারকারী কর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে।

Advertisements