×
বিনোদনভাইরাল ভিডিও

‘আমার‌ পিরিয়ড হয়েছে’: উর্ফি জাভেদ, ঋতুকালীন অবস্থা নিয়ে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী

Advertisements
Advertisements

উর্ফি জাভেদ (Urfi Javed) যেন হঠাৎই বদলে গিয়েছেন। উর্ফিকে বরাবর দেখা গিয়েছে ছক ভাঙা পোশাকে। কখনও ট্রান্সপারেন্ট প্যান্ট ও স্পোর্টস ব্রা পরেছেন তিনি। কখনও বা তাঁর পরনে ছিল সেফটিপিন দিয়ে তৈরি পোশাক, কখনও আবার জুট দিয়ে তৈরি পোশাক। কিন্তু হঠাৎই উর্ফি কিছুদিন আগে ধরা দিয়েছিলেন কালো রঙের বিকিনি পরে। বিকিনির উপরে ছিল সাদা কাফতান। বিকিনিতে উর্ফিকে দেখে নেটিজেনদের একাংশ বলেছেন, এবার যথাযথ পোশাক পরেছেন উর্ফি। সম্প্রতি উর্ফি জাভেদকে দেখা গেল মুম্বই এয়ারপোর্টে।

Advertisements

এদিন তাঁর পরনে ছিল সাদা রঙের স্প্যাগেটি স্লিভ ম্যাক্সি ড্রেস ও তার সাথে মানানসই হালকা তুঁতে রঙের ফ্লোরাল প্রিন্টেড নেটের ওড়না। তার সাথে কানে অক্সিডাইজড ইয়ারিং পরেছিলেন উর্ফি। চুল ছিল খোলা। এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন তিনি। পাপারাৎজিদের একাংশ তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি কি আইফা যাচ্ছেন! উর্ফি জানান, তিনি মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজে দিল্লি যাচ্ছেন। পাপারাৎজিদের মধ্যে এক মহিলা জিজ্ঞাসা করেন, মিউজিক ভিডিওটি কি উর্ফির মতোই বোল্ড হবে! উর্ফি মজা করে বলেন, বিশুদ্ধ শাকাহারী মিউজিক ভিডিও হতে চলেছে তাঁর আপকামিং মিউজিক ভিডিওটি। এর বেশি কিছু বলতে নারাজ তিনি। এদিন উর্ফি বেশি কথা বলার মুডে ছিলেন না।

 

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

Advertisements