×
ভাইরাল ভিডিও

জঙ্গলের মধ্যে অধিকার দখলের তুমুল লড়াইয়ে লিপ্ত দুই বিশালাকার বাঘ, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতাতে বিভিন্ন পশুপাখিদের নানান কর্মকাণ্ড উঠে আসে। সাধারণ মানুষ বন্য পশুদের জীবনযাত্রার নানা কাহিনী দেখতে বেশ পছন্দ করে। তারাও জঙ্গলমহলে অন্দরমহলে প্রবেশ করে যায়, সোশ্যাল মিডিয়ার দ্বারা। সম্প্রতি জঙ্গলের রাজা দুই বাঘের মধ্যে এমনই ভয়ঙ্কর লড়াইয়ে দৃশ্য ভাইরাল (vira) হলো নেটমাধ্যমে,, যা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছে নেটবাসী।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে দুটি বাঘ, একই অপরের সাথে চরম লড়াইয়ে লিপ্ত হয়েছে। দুজন দুজনের উপর হামলে পড়েছে, আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে। মাত্র কয়েক মিনিটের এই ভিডিও দেখে, আঁতকে উঠেছে নেটবাসীরা। লড়াই এর পরে দেখা গেছে, দুটি বাঘ বিপরীত পথে যে যার মত চলে যাচ্ছে। ভিডিওতঃ বোঝাই গেছে, জঙ্গলের কার জায়গা কতটা; এই দাবিতেই একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছিল।

 

View this post on Instagram

 

Shared post on

ইউটিউবে ‘ওয়ান আর্থ ওয়ান লাইভ’ নামের একটি চ্যানেল থেকে কয়েক মিনিটের এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ভিডিওটি, কিছুদিনের মধ্যেই ৪৬ হাজার ভিউজ সংখ্যা ছাড়িয়েছে। ১২৮০ জন ভিডিওটি পছন্দও করেছে।

Advertisements