×
ভাইরাল ভিডিও

গভীর জঙ্গলে দুই বাঘের তুমুল লড়াই! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়শই পশুপাখিদের নানান কর্মকান্ড উঠে আসে। জঙ্গলের মধ্যে থাকা বিভিন্ন পশুদের রোজকার জীবন সম্পর্কে আমাদের সকলেরই আগ্রহ থাকে কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকে সেগুলি দেখা সম্ভব হয়ে ওঠে না! বর্তমানে বিনোদনের পাতায় এগুলো সবই ফুটে ওঠে, যা দেখতে সাধারণ মানুষ খুবই উদগ্রীব হয়ে ওঠে। সম্প্রতি জঙ্গলের মধ্যে এমনই দুই বাঘের তুমুল লড়াইয়ের ভিডিও ভাইরাল (viral) হল নেটদুনিয়ার পাতায়।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওতে প্রথমে দেখা গেছে এক বাঘ ও বাঘিনী দুজনে তুমুল লড়াই করছে। এরপর যুদ্ধ শেষে বাঘিনীটি ময়দান ছেড়ে চলে যায়। তবে অপর একটি ভিডিওতে দুই বাঘের মধ্যে ভয়ঙ্কর লড়াইয়ের দৃশ্য ধরা পড়ে; যেখানে ফিরে যাওয়া বাঘটি চূড়ান্ত ক্ষতবিক্ষত হয়ে ময়দান ছেড়ে চলে যায়।কিন্তু বিজয়ী হওয়া বাঘটি খুবই দৃপ্ত দৃষ্টিতে সেই জায়গায় থেকে যায়। অনেক ক্ষেত্রে হেরে যাওয়া বাঘটির মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। আসলঃ বাঘ তাদের এলাকায় থাকা অন্য কোনো বাঘকেই মেনে নিতে পারেনা, তাই তারা লড়াইয়ে লিপ্ত হয়।

ইউটিউবে ‘ওয়াইল্ড লাইফ অ্যামিমাল’ (wild life animal) নামের একটি চ্যানেল থাকে আপলোড করা হয়েছিলো ভিডিওটি। প্রায় ১.৬ হাজার মানুষ ভিডিওটিকে পছন্দও করেছে, এছাড়া ১ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছে। নেটিজেনদের একাংশ ভারতীয় বাঘকে সবচেয়ে সুন্দর ও শক্তিশালী পশু বলেছে মন্তব্য করেছে ভিডিওর কমেন্ট বক্সে।

Advertisements