গাছের ডালে বসে অবিকল মানুষের মতই প্রেম করছে দুটি টিয়া, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম ভান্ডার হয়ে দাঁড়িয়েছে। অদেখা অজানা নানান জিনিসের সাক্ষী হওয়া যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকে। সাধারণ মানুষ থেকে শুরু করে নানান প্রজাতির পশু-পাখিদের কর্মকাণ্ড আজকাল মানুষ তুলে ধরছে এই নেট দুনিয়ার পাতাতে। স্বাভাবিকভাবেই দিনের শেষে এই জাতীয় জিনিসগুলোই বিনোদন জোগাচ্ছে সকলকে। নেট দুনিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন পশুপাখিদের নানান কীর্তিকলাপ আনন্দ দিচ্ছে সকলকে।
এখন মানুষের অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া। সারাদিনে কয়েক মুহূর্ত এই মুঠোফোনের পাতায় চোখ না রাখলে, যেন দিনই কাটেনা! কখনো ছোট্ট খুদের মজাদার মুহূর্ত, কখনো বা পোষ্যদের লড়াইয়ের মুহূর্ত, আবার কখনো আবেগঘন নানান দৃশ্য ফুটে উঠছে। বিনোদনের পাতায় অনেক সময় নানান পোষ্য পশুপাখির মুহূর্ত ধরা পড়ে। পোষ্য পাখিদের মধ্যে অন্যতম হল টিয়া।
সম্প্রতি এরকমই দুই টিয়া পাখির (parrot) এক মুহূর্ত ব্যাপক ভাইরাল (viral) হল সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে দেখা গেছে, একটি ইন্ডিয়ান টিয়া এবং আরেকটি আলেকজান্দ্রীন টিয়াকে। তারা একটি শুকনো গাছের ডালের মধ্যে বসে রয়েছে। এই জাতীয় টিয়াগুলি সাধারণ টিয়াদের থেকে বেশ কিছুটা আলাদা, তাই তাদের দেখতে বেশ আগ্রহী হয়ে পড়ে সকলে।
এরপর ভিডিওটিতে দেখা যায়, তারা একটি বেদানাকে দুজনে ভাগাভাগি করে খাচ্ছে এবং একে অপরের সাথে কথা বলছে। স্বাভাবিকভাবেই অনেকে ভেবেছে তারা হয়তো প্রেম করছে! ‘প্যারট প্যারাডাইস’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে।