×
ভাইরাল ভিডিও

জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় তুমুল লড়াই করছে দুটি বিষাক্ত সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। প্রায়শই বিভিন্ন প্রজাতির সাপেদের নানান কর্মকান্ড হাজির হয়, এই নেটদুনিয়ার পাতা থেকে। সাধারণ মানুষ এগুলো দেখতে বেশ পছন্দ করে! সম্প্রতি এমনি দুই বিষাক্ত সাপের ভয়ংকর লড়াইয়ের দৃশ্য উঠে এলো সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

ভাইরাল (viral) হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি বিশাল আকৃতির মহিলা কোবরা (cobra) সাপের পেছন নিয়েছে অন্য একটি কোবরা সাপ। তবে সাপেদের মধ্যে যেহেতু এলাকা বছাই করা থাকে, তাই কিং কোবরা সিপটি অন্য সাপটির পিছু করতে করতে; নিজের এলাকা ছেড়ে অন্য গ্রামে চলে আসে। এটি দেখতেই তুমুল লড়াই শুরু হয় ওই সাপের মধ্যে! একে অপরকে রীতিমতো জড়িয়ে পেঁচিয়ে লড়াইয়ে লিপ্ত হয় তারা। দুজনেই বেশ রাগ প্রদর্শন করে, একে অপরকে ফনা তুলে ছোবল মারতে যায়। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হয় কে! সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

ভিডিও শেষে দেখা গেছে, বাইরে থেকে আসা কিং কোবরাটি হার স্বীকার করে, ওই জায়গা ত্যাগ করে চলে যায়। ভিডিওটি ইউটিউবে ‘Smithsonian channel’ থেকে আপলোড করা হয়েছিল। ভিডিওটি এতোটাই জনপ্রিয়তা পেয়েছে যে, ৯ লাখেরও বেশি ভিউজ পেয়েছে।

Advertisements