×
ভাইরাল ভিডিও

একেবারে অবিকল মানুষের মতো ঝগড়া করছে সাদা টিয়া পাখি ও সবুজ টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

ইন্টারনেট এবং স্মার্টফোনের সংযুক্তিকরণের অত্যাধুনিক ফল হল সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অনেক অজানা চিত্র আমাদের সামনে ধরা দেয় খুব সহজেই। ঠিক সেরকমভাবেই দুই টিয়া পাখির ঝগড়ার দৃশ্য সম্প্রতি ভাইরাল হল নেট দুনিয়াতে।

টিয়াপাখী অবিকাল মানুষের মতই কথা বলতে পারে, সকলেরই তা জানা। এবার ক্যামেরাবন্দি হল একটি সাদা এবং একটি সবুজ টিয়াপাখির, মানুষের মতো ঝগড়া করার দৃশ্য। প্রথমে তারা একটি গাছের ডালে বসে নিজেদের মতো কথাবার্তা বলেছিল; এরপরই তাদের মধ্যে দারুন ঝগড়া লেগে যায়। তাদের ভাষা না বুঝতে পারলেও এটি স্পষ্ট হয় যে, তাদের মধ্যে ঝগড়া লেগেছে।

Advertisements

‘মিলন মিঠু’ নামক একটি চ্যানেল থেকে এই দুই পাখির ঝগড়ার ভিডিও ভাইরাল (viral) হয়েছে। ঝগড়ার পরিণতি হিসেবে দেখা গেছে, দুটি পাখির মালিক তাদের ঝগড়া থামাতে এসেছে; সে এসে যখন একজনকে আদর করছে, তখন আবার আরেকজন ক্ষেপে যাচ্ছে। এভাবে দুজন-দুজনকে ঠোঁট দিয়ে খোঁচাতে শুরু করেছে। এই ভিডিও দেখে স্বাভাবিকভাবেই হেসে কুলকিনারা পাচ্ছে না সোশ্যাল মিডিয়ার দর্শকেরা। ইতিমধ্যেই ভিডিওর ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ৪৮ হাজারেরও বেশি।

Advertisements