×
ভাইরাল ভিডিও

বাটির উপর বসেই অবিকল মানুষের মতন প্রেম করতে ব্যস্ত দুটি টিয়া, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নানান প্রজাতির প্রাণীদের মজাদার দৃশ্য দেখা যায়। পশু থেকে শুরু করে পাখি সকলেরই, না দেখা নানান মুহূর্ত উঠে আসে এই নেটদুনিয়ার পাতায়। সাধারণ মানুষের মনে বিনোদনের সঞ্চার ঘটায় এই জাতীয় ভিডিওগুলি। পশুর পাশাপাশি বিভিন্ন কথা বলা পাখিও মাঝেমধ্যেই বেশ জনপ্রিয়তা পায় সাইবারবাসীদের কাছে।

Advertisements

কথা বলা পাখিদের মধ্যে অন্যতম টিয়া, তোতা, ময়না বুলবুলি। এই সব পাখির কন্ঠস্বর শুনলে বোঝা মুশকিল আদৌ এটা পাখি, নাকি মানুষ! এদের ভিডিও মাঝেমধ্যেই উঠে আসে সোশ্যাল মিডিয়ার পাতায় আর মুহূর্তের মধ্যে এইগুলি ভাইরাল (viral) হয়ে যায়। সম্প্রতি এরকমই দুই টিয়া পাখির চরম মজাদার মুহূর্ত, বেশ জনপ্রিয়তা পেল সোশ্যাল মিডিয়ার পাতায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে একটি পুরুষ টিয়া পাখি এবং একটি মহিলা টিয়া পাখিকে, একটি বাটির উপরে বসে থাকা থাকতে দেখা গেছে। দেখেই বোঝা গেছে, তাদের দুজনের মধ্যে একটি প্রেমের সম্পর্ক রয়েছে। বাটিতে দাঁড়িয়ে একজন জল খাচ্ছে আর পাশে থাকা তার পুরুষ বা মহিলা বন্ধুটির রাগ ভাঙ্গানোর চেষ্টা করছে। কখনো তারা ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু খাচ্ছে, আবার কখনো বা ডানা দিয়ে ঝাপটা দিয়ে আদর করছে। রাগ না ভাঙ্গা পর্যন্ত সাথীটি চেষ্টা করেই যাচ্ছে, কিভাবে রাগ ভাঙ্গানো যায় বন্ধুর।

সম্প্রতি ইউটিউবে ‘প্যারট প্যারাডাইস’ (parrot paradise) নামের একটি চ্যানেল থেকে ভিডিওটি তুলে ধরা হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রায় হাজার হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে। প্রত্যেকেই বুঝেছে এই টিয়া পাখি দুটির মধ্যে যে, সুন্দর প্রেমের সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবেই মানুষের মতনই তাদের সম্পর্ক বেশ ফুটে উঠেছে সকলের সামনে। তারা কি কথা বলছে সেটা বোঝা না গেলেও, তাদের মধ্যেকার খুনসুটি বেশ বোঝা গেছে।

Advertisements