বিশালাকার দুটি সাপের সাথে খেলায় মত্ত যুবক! ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। একের পর এক জনপ্রিয় ভিডিওয় ভরে যায় সোশ্যাল মিডিয়ার পাতা। কিছু ভিডিও সাধারণ মানুষের মনে আবেগের সঞ্চার করে, আবার কিছু ভিডিও মানুষকে করে তোলে আতঙ্কিত। ঠিক সেরকমই আতঙ্ক জাগানোর ভিডিওর মধ্যে পড়ে সাপের নানান কর্মকান্ড। প্রায়শই নেটদুনিয়ায় ভাইরাল (viral) এই জাতীয় ভিডিওগুলি। সম্প্রতি এমনই এক সাপের ভিডিও দেখে, আতঙ্ক ছড়িয়েছে নেটিজেনদের মনে।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক বিশালাকৃতির বিষধর সাপের সাথে খেলায় মত্ত হয়েছেন এক যুবক। তাও আবার যে সে সাপ নয়, ভয়ংকর বিষধর কিং কোবরা (king cobra)! এমন মুহূর্ত দেখে খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়েছে সাধারণ মানুষ। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটিতে দেখা গেছে সেখানে সাপের সংখ্যা রয়েছে দুটি; একটি নয় আবার দু-দুটি সাপ নিয়ে চরম খেলায় মত্ত হয়েছেন ওই যুবক! অত্যন্ত সাহসী বলে যুবকটিকে আখ্যা দেওয়া হলেও, এখানে তার প্রাণনাশের আশঙ্কা আছে তা বলা বাহুল্য।
তবে ভিডিওতে সাপ দুটি কোনো ভাবেই আঘাত করেনি যুবকটি কে। বরং বলা চলে সাপ দুটিও সমানতালে যুবকের সাথে খেলা করছিল। এর থেকেই বোঝা গিয়েছিল, সাপ দুটিকে পোষ মানিয়ে ফেলেছে ওই যুবকটি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতাতে এমন এক অবাক করা ভিডিও ভাইরাল হয়ে উঠেছে অতি সহজেই। ভিডিওতে যুবকের সাহস দেখে হতবাক নেটদুনিয়ার বাসিন্দারা।