মা লজেন্স চুরি করেছে! থানায় গিয়ে গুরুতর অভিযোগ জানালো ৩ বছরের খুদে, ভাইরাল ভিডিও

বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। ৮ থেকে ৮০ সকলেই এখন সোশ্যাল মিডিয়ার দর্শক, তাই সাধারণ মানুষের একঘেয়েমি কাটাতেই বিনোদন জাগানো ভিডিওগুলোই ভরসা হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি এমনই এক হাস্যরসাত্মক ভিডিও ভাইরাল (viral) হল সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে দেখা গেছে, এক বছর তিনেকের খুদে কন্যাকে থানায় এসে তার মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে! তবে তার মায়ের অপরাধটি শুনেই হাসি পাবে সবার।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুর পুলিশ ফাঁড়িতে। সেখানে বাচ্চাটি গিয়ে তার মায়ের নামে বলে, তার মা তার প্রিয় লজেন্স চুরি করে নিয়েছে। আর তাই মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে, সে থানায় এসে উপস্থিত হয়েছে!
3-year-old gets angry 😠with mother 🫢, goes to the police station to file a complaint, says “mother steals my toffees, put her in jail.”
A great example of women empowerment and education
Viral video of Madhya Pradesh Burhanpur@rupin1992 pic.twitter.com/QSEJ7WSC9H— Santosh Sagar (@santoshsaagr) October 18, 2022
থানায় উপস্থিত মহিলা পুলিশ অফিসারও বেশ হাসিমুখে সেই বাচ্চাটির অভিযোগ লিখে নিচ্ছিল; এমন মনে হচ্ছিল যেন ওই মহিলা অফিসারটি খুবই সিরিয়াল! স্বাভাবিকভাবেই খুদে শিশুর এমন একটি কান্ড দেখে, হাসির রোল উঠেছে নেটদুনিয়াময়।প্রত্যেকেই বাচ্চাটির এমন সাহসের প্রশংসা করেছে।