×
ভাইরাল ভিডিও

‘সোহাগ চাঁদ বদনি’, গ্রাম্য পরিবেশের মাঝে বনেদি সাজে অসাধারন নাচ সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রসংশার ঝড়

Advertisements
Advertisements

আজ কাল অনেকেই নিজেদের প্রতিভা তুলে ধরে সোশ্যাল মিডিয়ার পাতায়, যাতে তা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এই ভাবেই বহু জনের ভিডিও ভাইরাল (viral) হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার দ্বারা। আর ৮-৮০ সবাই এখন সোশ্যাল মিডিয়ার দর্শক; তাই সহজেই সব কিছু পৌঁছে যায় সবার কাছে। সম্প্রতি এক সুন্দরী বৌদির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া তে; যেখানে ওই বৌদি কে দেখা গেছে সুন্দর সবুজে ঘেরা পরিবেশে, সে ‘অপরূপ’ ভাবে নিজের নৃত্যের তাল তুলে ধরছে। সে নিজেকে সাজিয়েও তুলেছে অপরূপ ভাবে; অঙ্গে ‘সবুজ- হলুদ’ শাড়ী, সাথে মাথায় খোঁপা আর হতে শাখা ও পলা। ব্যাকগ্রাউন্ড- এ বাজতে থাকা ‘সোহাগ চাঁদ’ গানে সুন্দর স্টেপ দিয়ে অনবদ্য ভাবে পরিবেশন করেছে নৃত্যটি। নাচ টি কে আরো সুন্দর করে তুলেছে তার চারপাশের অপূর্ব সুন্দর পরিবেশ! কোনো অতিরিক্ত ‘আলোক-সজ্জা’, ‘জাঁকজমক’ কিছুই নেই! তাও কত সুন্দর তার উপস্থপনা, যা সত্যিই মনমুগ্ধকর। তার ভিডিও টি ‘sur sadhana Kendra’ নামের একটি ইউটিউব (youtube) চ্যানেল থেকে টি পাবলিশ করা হয়েছিল ভিডিওটি। যা ইতিমধ্যেই, প্রসংশিত হয়েছে নেট দুনিয়ায়। এরকম সুন্দর পরিবেশে অবাক করা ‘নৃত্য প্রদর্শনী’, মন কেড়েছে সবার।

Advertisements
Advertisements