×
ভাইরাল ভিডিও

বাড়ির বাথরুমে বসে রয়েছে বিশালাকৃতির কোবরা সাপ, উদ্ধার করতে গিয়ে ঘটলো চরম বিপদ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

অবাক করা নানান কর্মকাণ্ডে সাক্ষী হওয়া যায় সোশ্যাল মিডিয়া থেকে। মুঠোফোনের পাতায় চোখ রাখলেই দেখা যায়, বিভিন্ন ধরনের ভিডিও যা স্বচক্ষে দেখার সুযোগ হয়ে ওঠে না। কখনো কোন ভিডিও আনন্দের যোগান দেয়, আবার কিছু কিছু ভিডিও সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করে।

Advertisements

সাধারণ মানুষের পাশাপাশি এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রজাতির পশু-পাখিদের কর্মকাণ্ড বেশ ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল (viral) হওয়া ভিডিওগুলির মধ্যে অন্যতম হলো সাপেদের নানান ভিডিও। নানান বিষধর প্রজাতির সাপেদের মুহূর্ত ধরা পড়ে এই সোশ্যাল মিডিয়ার পাতায়। সাধারণ মানুষ সামনে থেকে এদের সাথে দূরত্ব বজায় রেখে চললেও, সোশ্যাল মিডিয়ার পাতাতে বেশ উপভোগ করে এদের কর্মকান্ড। সম্প্রতি এমনই এক বিষধর কোবরা (cobra) সাপের মুহূর্ত ব্যাপক ভাইরাল হল নেট দুনিয়ার পাতায়।

ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির বাথরুমে ঢুকে পড়েছে বিশাল আকৃতির বিষাক্ত কোবরা সাপ, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে তারা খবর দিয়েছে, বিখ্যাত সাপ উদ্ধারকারী কর্মী মির্জা মোহাম্মদ আরিফকে। সে এসে অনেক চেষ্টার পরে সাপটিকে বাইরে বের করে নিয়ে আসে। সাপটি অবশ্য একটুও দমে যায়নি! বারংবার ফনা তুলে ছোবল মারতে যাচ্ছিল ওই ব্যক্তিটিকে। সাপ উদ্ধারকারী ব্যক্তিটি জানায়, সাপটি খুব রেগে রয়েছে। এই অবস্থায় কাউকে ছোবল দিলে, খুব খারাপ হয়ে যাবে।

এই ভিডিওর মাধ্যমে তিনি সকলকে জানিয়েছেন, এই জাতীয় সাপ বাড়িতে ঢুকলে তাদেরকে না মেরে উদ্ধারকারী কর্মীদের খবর দিলে, তারা এসে নিয়ে চলে যাবে। ভিডিওটি ইউটিউবে ‘মির্জা মোহাম্মদ আরিফ’ নামের চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। ৮০ হাজার মানুষ ভিডিওটি দেখেছে। কেউ লিখেছে, “খুবই ভয়ংকর”। আবার কেউ লিখেছে, “স্যার আপনার সত্যিই সাহস আছে”!

Advertisements