দৈত্যাকার পাইথনকে কাধে নিয়ে নাচতে ব্যস্ত যুবক! তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হলে অন্যতম। প্রায়শই সাপেদের নানান কর্মকান্ড সোশ্যাল মিডিয়াতে উঠে আসে, যা দেখে চক্ষু চরক গাছ হয় সাধারণ মানুষের। কখনো কখনো দেখা যায় বিষধর সাপকে পর্যন্ত পোষ্য বানিয়ে ফেলেছে সাধারণ মানুষ! সম্প্রতি এমনই এক কান্ড দেখে নেটিজেনদের গা শিউরে উঠলো!
ভাইরাল (viral) হওয়ার এই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি দুটি বিশাল আকৃতির অজগর সাপ নিয়ে নাচানাচি করতে শুরু করেছে। নিজের কাঁধে সে সাপদুটিকে তুলে নিয়েছে এবং মিউজিকের সাথে তাল মেলাচ্ছে। যেখানে অজগরের মতো বিষধর সাপ দেখলে সাধারণ মানুষ শতহস্ত দূরে থাকে, সেখানে ওই ব্যক্তির এই রূপ কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়ে গেছে নেট পাড়ার বাসিন্দারা! জানা গেছে ওই অজগরটি ‘রেটিকুলেটেড’ প্রজাতির, সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়াতে ওই জাতীয় সাপের দেখা মেলে।
View this post on Instagram
ইনস্টাগ্রামে ‘ওয়ার্ল্ড অফ স্নেক’ (world of snake) নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছিল ভিডিওটি। ভিডিওটি দেখে নেটবাসী ভয়ে চমকিত হয়েছে! ৬৫ ফুট উচ্চতা বিশিষ্ট একটি সাপ নিয়ে যে কিভাবে এরকম করতে পারে, তা সকলেরই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে আফ্রিকা, নেপাল, ভারত বাংলাদেশ এইসব জায়গাতেই এই সিপ অধিক পরিমাণে থাকে।