হাতের তালুর মধ্যে চুপ করে শুয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট্ট কালো কোবরা সাপ, তুমুল ভাইরাল ভিডিও

বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম সাপকে অনেকেই হয়তো সামনে থেকে দেখার সুযোগ পায়নি। এই জাতীয় সাপকে এবার সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ করে দিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একেবারে ক্ষুদ্রতম কালো কোবরা (cobra) সাপের ভিডিও ভাইরাল (viral) হয়েছে।
মিডিয়ার পাতায় চোখ রাখলেই এরকম নানান ভয়ানক ভিডিওর সাক্ষী হওয়া যায়। সাধারণ মানুষ সাপ জাতীয় প্রাণীদের থেকে দূরত্ব রেখে চললেও, সোশ্যাল মিডিয়া পাতাতে এই জাতীয় ভিডিওগুলি দেখতে বেশ পছন্দ করে। তাই নেটদুনিয়ার পাতায় অন্যতম জনপ্রিয় ভিডিওগুলো সাপের ভিডিও। সম্প্রতি এরকমই এক বিরল প্রজাতির সাপের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে নেটদুনিয়ায়।
ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তির হাতের তালুর উপরে, একেবারে গুটুলি মেরে বসে রয়েছে একটি ছোট্ট সাপ। একদম কালো কুচকুচে গায়ের রং, তারপরেই দেখা যায় তার হাতে কিলবিল করছে অনেক গুলি কালো সাপ। ভিডিও দেখে আতঙ্কিত হয়ে উঠেছে সাইবারবাসীরা।
View this post on Instagram
ইনস্টাগ্রামে ‘অ্যাডোরেবল স্নেক’ নামের একটি একাউন্ট থেকে এই ভিডিওটি তুলে ধরা হয়েছিল। অতি সল্প একটি ভিডিও হওয়া সত্বেও, এটি রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে নেটদুনিয়ায়। তবে এটিই প্রথম না, এই একাউন্ট থেকে প্রায়শই বিভিন্ন প্রজাতির সাপেদের ভিডিও ভাইরাল হয়।