ডিম ফুটে বেড়িয়েই তুমুল লড়াইয়ে মেতেছে দুটি বিষধর সাপের বাচ্চা, ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বিভিন্ন প্রজাতির সাপেদের দেখা মেলে। সারা বিশ্বজুড়ে প্রায় কয়েকশো প্রজাতির সাপ রয়েছে; সাধারণ মানুষ হয়তো সব কটি প্রজাতির সাথে পরিচিত নয়, কিন্তু বর্তমানে নেটদুনিয়া এইসব সুযোগ-সুবিধাগুলি সামনে এনে দিচ্ছে। প্রায়শই সাপেদের নানান কর্মকান্ড জনপ্রিয়তা পায় সোশ্যাল মিডিয়ার পাতা থেকে।
সম্প্রতি এমনই দুই খুদে সাপের ভয়ংকর লড়াইয়ের ভিডিও সামনে এলো নেটিজেনদের।
ভাইরাল (viral) হওয়া ওই ভিডিওতে দেখা গেছে সদ্য ডিম ফুটে বের হয়েছে দুটি কোবরা (cobra) সাপের বাচ্চা। তাদের গা দুটি একদম ঘন কালো! সকলেই জানে বিষধর প্রজাতির সাপেদের মধ্যে কিং কোবরা হল অন্যতম আর সেই সাপের বাচ্চা মানে তারাও সমান বিষধর। দেখা গেছে সদ্য ফুটে ওঠা সেই বাচ্চাগুলি বেরিয়েই, দুজনে লড়াই করতে শুরু করে দিয়েছে। যা স্বাভাবিকভাবেই অধিক নজর কেড়েছে নেটবাসীর।
View this post on Instagram
ইনস্টাগ্রামে ‘world of snake’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছিল। এই ছোট্ট ভিডিওটিতে স্বাভাবিকভাবেই এমন ভয়ংকর এক দৃশ্য দেখে নেটিজেনদের মাথায় হাত পড়েছে। কেউ বলেছে “জন্ম থেকেই লড়াকু”, আবার কেউবা তাদের ভালোবাসায় ভরিয়েছে! ভিডিওটি ৬ হাজারেরও বেশি ভিউজ পেয়েছে বর্তমানে।