×
ভাইরাল ভিডিও

নিজের মুখের আকৃতির দ্বিগুনের থেকেও বড় ডিম চোখের নিমিষে গিলে খেলো বিষাক্ত সাপ! ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

অস্বাভাবিক অনেক কিছুই সোশ্যাল মিডিয়ার পাতা তে উঠে আসে। ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও যেন সবথেকে বেশি অবাক করে দেয় মানুষকে। সম্প্রতি এইরকমই এক ভিডিও দেখে তাজ্জব নেট পাড়ার বাসিন্দারা। কিভাবে নিজের মুখের থেকেও বেশি বড় একটি ডিমকে গিলে খেতে পারে ছোট্টো একটি সাপ, তা সত্যিই অজানা ছিল সবার কাছে তবে। এই ভিডিও দেখে তা পরিষ্কার হলো।

Advertisements

ভিডিওতে দেখা গেছে একটি কালো রঙের সাপ, যার মুখের পরিমাপ খুবই ছোট। কিন্তু তার সামনে রাখা আছে দুটি বিশাল আকৃতির ডিম, যা সাপটি একবারেই গিলে খেয়ে নিল। এর থেকেই বোঝা গেছে তার পাকস্থলী ঠিক কতটা বড়; যার জন্য সে এত বড় একটি ডিমকে এক নিমিষেই খেয়ে নিতে পারল। শিকারও করলেও হয়তো সে এত বড় শিকারই ধরতে পারবে একবারে। স্বাভাবিকভাবেই এমন দৃশ্য দেখে কেউই নিজের চোখে কে বিশ্বাস করতে পারছে না।

ভিডিওটি টুইটারের মাধ্যমে তুলে ধরেছেন ‘আইএফএস গীথাঞ্জলি কে’ (Geethanjali k IFS)। ভিডিওটির দৈর্ঘ্য প্রায় ১.৩ মিনিট, এছাড়া ভিডিওটি সমাজ মাধ্যমে দেওয়া মাত্রই এর ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ১.১ মিলিয়ন। ৩০০ জন ভিডিওটিতে লাইকও দিয়েছে। অনেকেই ভিডিওটি এই অংশটি দেখে ভয়ে শিউরে উঠছেন।

Advertisements