হারমোনিয়াম বাজিয়ে দুর্দান্ত কণ্ঠে লতা মঙ্গেশকরের গান গাইলেন বৃদ্ধা ঠাকুমা! প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

সোশ্যাল মিডিয়ার পাতায় আজকাল অনেকেই নিজের প্রতিভা তুলে ধরে। নেটদুনিয়ায় প্রমাণ করে দিয়েছে ‘বয়স শুধুমাত্র একটা সংখ্যা’ ! তাইতো ৮ থেকে ৮০ সকলেই সোশ্যাল মিডিয়ার দর্শক। ছোট বড় সকলেই আবার নিজেদের নানান কর্মকান্ড তুলে ধরে, এই সোশ্যাল মিডিয়াতেই; সেগুলি জনপ্রিয়তাও পায় প্রচুর পরিমাণে। সম্প্রতি এরকমই এক বৃদ্ধা ঠাকুমা তার গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করলেন।
ভাইরাল (viral) হওয়া ওই ভিডিওতে বৃদ্ধাটির গলায় শোনা গেছে, 1970 সালের মুক্তিপ্রাপ্ত ‘হীর রানঝা’ (Heet Ramjha) সিনেমার ‘মিলো না তুম তো হাম ঘাবরায়ে’ গানটি। লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গাওয়া এই গানটি বৃদ্ধাটির গলায় অসামান্য শুনতে লাগছিল! স্পষ্ট উচ্চারণ এবং ঠিকঠাক সুরেই গান গাইছিল সে, যা দেখি রীতিমতো হতবাক নেটিজেনরা। ৭০ বছরেরও বেশি হবে ওই বৃদ্ধা, তার পরনে ছিল একটি ছাপোষা শাড়ি। একই সাথে তিনি গানও গাইছিলেন এবং হারমোনিয়াম বাজাচ্ছিলেন। তার পাশেই আরেকটি লোককে দেখা গেছে ঢোল বাজাতে।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়াতে ‘আজ তাক’ (Aaj Tak)-এর ইনস্টাগ্রাম পেজ থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিওটি। স্বাভাবিকভাবেই ভিডিওটি নেটিজেনদের মনে আবেগের সঞ্চার করেছে! প্রত্যেকেই ওই বয়স্ক মহিলার প্রশংসা করেছে। লাখো লাখো লোকের কাছে বর্তমানে পৌঁছে গেছে উক্ত ভিডিওটি।