কোটোর থেকে ঠিকরে বেরিয়ে আসছে চোখের মণি, অদ্ভুত দর্শন ব্যক্তির নাম উঠলো ওয়ার্ল্ড রেকর্ডসে

আমাদের বিশ্ব বড়ই অদ্ভুত এবং বৈচিত্র্যে পূর্ণ। আমাদের চারিদিকে প্রকৃতির প্রতিটি কোণেই লুকিয়ে আছে নানান অজানা, অদ্ভুত ব্যাপার। আর সেই সমস্ত ব্যাপার সামনে আসতেই আমরা চট করে বিশ্বাস করতে পারি না! অনেক সময় আবার তাকে অলৌকিক বলে আখ্যা দিয়ে থাকি, যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না।
সম্প্রতি এই রকম আশ্চর্যজনক এক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তাঁর চোখের মণিকে পুরোপুরি বের করে আনছেন। বাচ্চাদের আমরা অনেক সময় বড় চোখ করে ভয় দেখায়, কিন্তু এই ব্যক্তির চোখ দেখে ছোট থেকে বড় সকলেই শিহরিত।
Sidney loves to scare people on the street with his incredible eye-popping ability! 👀 pic.twitter.com/QpBJXmh9tJ
— Guinness World Records (@GWR) October 19, 2022
ব্রাজিলের বাসিন্দা ‘সিডনি ডি কারভালহো’, তার এই অবিশ্বাস্য কীর্তিতে জন্য বিখ্যাত হয়ে উঠেছেন। তার নাম উঠেছে গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে! জানা গিয়েছে ওই ব্যক্তি নিজের চোখ ১.৩৪ সেমি পর্যন্ত বাইরে বের করে আনতে পারেন; যা বিশ্বে বিরল ঘটনা। জানা গিয়েছে, ওই ব্যক্তি যখন ছোট ছিলেন তখন নিজেই তার এই বিশেষ গুণের কথা জানতে পারেন। যদিও সেই সময় এতটা বেরিয়ে আসতো না তার চোখ। কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টার ফলে তাঁর এই প্রাপ্তি, যা তাকে বিশ্বের দরবারে বিখ্যাত করেছে।