×
ভাইরাল ভিডিও

ডানা ঝাপটালেই ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে গায়ের রং, ছোট্ট পাখির ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় হামেশাই বিভিন্ন পশুপাখির ভিডিও উঠে আসে। সাধারণ মানুষ এগুলো দেখতে এতটাই আগ্রহী হয় যে, মুহূর্তেই ভাইরাল (viral) হয়ে ওঠে সেই সব ভিডিও। সম্প্রতি এমনই এক হামিংবার্ড এর ভিডিও ঘিরে, উত্তেজনা ছড়ানো সোশ্যাল মিডিয়াময়। হামিংবার্ড যে কত দ্রুত তার গায়ের রং বদলাতে পারে, তা দেখে চমকে উঠছে নেটিজেনরা।

হামিংবার্ড প্রজাতির পাখিগুলি সাধারণত আকারে ছোট হয় এবং এদের ডানা থাকে সবসময়ই রঙিন আর ঠোঁট লম্বা। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে, একজনের হাতের ওপরে একটি হামিংবার্ড প্রজাতির পাখি বসে আছে; যে ঘাড় নারালেই তার ঘাড়ের কাছে পালকের রঙ সবুজ থেকে গোলাপি এবং গোলাপি থেকে কালো হয়ে যাচ্ছে। এই প্রজাতির পাখিরা ডান দিক থেকে বাঁ দিকে ঘাড় নাড়ালেই, তাদের গায়ের রং পরিবর্তিত হতে থাকে।

Advertisements

এমন অবাক করা কাহিনী নেট দুনিয়ার পাতায় উঠে আসতেই চমকিত হয়েছে নেটপাড়ার বাসিন্দারা। ভিডিওটি ইউটিউবে ‘ভাইরাল হুক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পাবলিশ করা হয়েছিল, যা দেখে নেটিজেনরা নিজেদের মন্তব্য তুলে ধরেছে কমেন্ট বক্স। কেউ বলেছে, “এত ছোট প্রাণী, সত্যিই সুন্দর” আবার কেউবা বলেছে, তার দেখা সবথেকে সুন্দর পাখি এটি। গিরগিটির মতন হামিংবার্ড প্রজাতির পাখিও যেভাবে রং বদলাতে পারে, তা দেখে অবাক সবাই।

Advertisements