সংসার চালাতে ট্রেনের মধ্যে দুর্দান্ত গলায় গান গেয়ে রোজগার করছে ছোট্ট ছেলে, ভাইরাল ভিডিও দেখে আবেগে ভাসলো নেটদুনিয়া

আমাদের দেশে দারিদ্রতা এক ভয়ংকর অসুখ। যা মারনরোগ ক্যান্সারকেও হার মানায়। দারিদ্রতা বারবার আঘাত হানে সমাজে। সমীক্ষা বলছে দেশে এখনও বহু পরিবার রয়েছে যারা দরিদ্র সীমার নিচে। সরকার বরাবর তাদের দরিদ্র সীমার ওপরে টেনে তোলার চেষ্টাও চালিয়ে যাচ্ছে, এ বিষয়ে সন্দেহ নেই।
তবে আমরা সকলেই ট্রেনে বাসে যাত্রা করতে করতে অনেক পথ চলতি মানুষকে দেখি কিংবা পথ চলতি শিশুকে দেখি যারা দরিদ্র সীমার নিচে থেকেও মানুষকে মনোরঞ্জন করতে ভালোবাসে। আর ভিক্ষা না চেয়ে নিজের প্রতিভা দিয়েই টাকা রোজগার করে। সম্প্রতি এই রকমই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট এক বালক তার কাঁধে তুলে নিয়েছে ঢোল। আর সেই ঢোল বাজিয়েই মানুষের কাছে তার গান তুলে ধরছে।
জনপ্রিয় হিন্দি ছবি ‘বডিগার্ড’-র (Bodyguard) ‘তেরি মেরি’ (Teri Meri) গান গেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ট্রেনের যাত্রীদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিডিওটি। যা নজর কেড়েছে নেটিজেনদের। এত কম বয়সে এই রকম প্রতিভা সত্যিই বিরল। অনেকে আবার বলেছেন শিশুটির কাঁধে ওটা ঢোল হলেও আসলে ওটা সংসারের দায়িত্ব। যা খুব সাবলীল ভাবেই সৎ পথে পালন করছে সে।