গভীর জঙ্গলে নাগ নাগিনীর বিরল শঙ্খদৃশ্য, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে, সাপের ভিডিও হল অন্যতম। প্রায়শই সাপেদের নানান কর্মকান্ড ধরা পরে নেট দুনিয়ার পাতায়। বিষাক্ত বিষধর সাপ থেকে সব সময় শত হস্ত দূরে থাকতে চায় সাধারণ মানুষ! মাঝেমধ্যেই সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ানো, নানান সাপের ভিডিও উঠে আসে নেটদুনিয়াতে।
সাধারণ মানুষ এই জাতীয় ভিডিওগুলি দেখতে পছন্দ করলেও, বাস্তব জীবনে এরকম দৃশ্য থেকে নিজেদেরকে বেশ কিছুটা দূরেই রাখে। এই জাতীয় দৃশ্যগুলির মধ্যে অন্যতম হল ‘সাপের লড়াই’। যেগুলি সাধারণ মানুষ কাছ থেকে খুব একটা দেখতে পারে না। তবে বিশেষভাবে দক্ষ সাপ উদ্ধারকারী কর্মীরা এই জাতীয় ভিডিওগুলি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায়, যা সাধারন মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এরকমই দুই বিষধর কিং কোবরার (King cobra) চরম লড়াইয়ের ভিডিও ভাইরাল (viral) হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, ঘন জঙ্গলের মধ্যে একটি ভেতরের কিং কোবরা এবং একটি বাইরের কিং কোবরা নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হয়েছে। তবে শেষ পর্যন্ত বহিরাগত সাপটি হার স্বীকার করে, গভীর জঙ্গলে চলে যায়।
ভিডিওটি ইউটিউবে ‘স্মিথসোনিয়ান’ (Smithsonian) নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। ইতিমধ্যেই ভিডিওটির ভিউজ সংখা ৯১৭ হাজারে ছাড়িয়েছে। নেটবাসিরা নানার মন্তব্যে ভরিয়ে তুলেছে ভিডিওর কমেন্ট বক্স। এর সাথে ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “জঙ্গলের রানীর জন্য, দুই কিং কোবরা লড়াই”!