অবিকল মানুষের মতোই মা বলে ডাকছে শালিক পাখি! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। নেটদুনিয়ার পাতাতে প্রায়শই মানুষ ছাড়াও, পশুপাখির নানান কর্মকান্ড উঠে আসে। ৮ থেকে ৮০ সকলেই এখন সোশ্যাল মিডিয়ার দর্শক, তাই অবাক করা যেকোন কাহিনীই খুব সহজেই জনপ্রিয়তা লাভ করে। নেটদুনিয়ায় কথা বলা নানান পাখির মুহূর্ত উঠে আসে; টিয়া, ময়না, কাকাতুয়া এই জাতীয় কথা বলা পাখির সম্পর্কে সকলেই জানি কিন্তু এবার শালিক পাখিও সেই দলে নাম লেখালো। হবহু মানুষের মতো কথা বলে নেটিজেনদের তাক লাগিয়ে দিল সেই পাখি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, একটি সাধারণ বাড়ির ঘরের ঝুড়ির উপরে একটি শালিক পাখির বসে রয়েছে। তার পাশে ওই বাড়ির এক ছোট সদস্যও আছে। শালিক পাখিটিকে ‘বাবা-মা’ বলে ডাকতে শোনা যাচ্ছে! পাশে বসে থাকা খুদে সদস্যটি শালিক পাখিটিকে কথা বলানোর চেষ্টা করছে; সে জিজ্ঞাসা করছে, “কি খাবে”? এরপরে শালিক পাখির উত্তর শুনে আনন্দে আত্মহারা হচ্ছে ওই বাচ্চা ছেলেটি! বোঝাই গেছে পাখিটি আসলে তাদের পোষ্য।
স্বাভাবিকভাবেই এত সুন্দর একটি ভিডিও সাধারণ মানুষের নজর কেড়েছে। ইউটিউবে ‘মরুনি পাখি’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিওটি। বর্তমানে লাখ লাখ ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ভিডিওটির। নেটিজেনদের একাংশ এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বইয়েছে।