×
ভাইরাল ভিডিও

উরফি জাভেদকে টেক্কা দিচ্ছে! প্রকাশ্য রাস্তায় ডিমের পেটি পরে তুমুল নাচ স্যান্ডি সাহার, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়া অতি সহজেই যে কাউকে পরিচিতি পাইয়ে দেয়। সোশ্যাল মিডিয়ার পাতা থেকে যে কেউ নানান কর্মকাণ্ডের মাধ্যমে একেবারে পপুলার ফেস হয়ে ওঠে! ঠিক সেরকমই সোশ্যাল মিডিয়ার একটি জনপ্রিয় নাম ‘স্যান্ডি সাহা’ (sandy saha), যে তার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য হামেশাই ভাইরাল (viral) হয়ে ওঠে নেট দুনিয়ায়।

Advertisements

এবার সেই স্যান্ডি সাহাকে দেখা গেল মর্টিন ও ডিমের খোল গায়ে দুর্দান্ত নাচ করতে। অনেকেই অবশ্য তার সাথে উরফি জাভেদের তুলনা টেনেছে এরূপ দেখার পরে। কিছুদিন আগেই বাদাম ও কমলালেবু দিয়ে শরীর আবৃত করে, সকলকে অবাক করে দিয়েছিল স্যান্ডি। এবার তাকে দেখা গেল উপরের অংশে মর্টিন ও নীচের অংশে ডিমের খোল পরতে । এরূপ পোষাক পরে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত স্টাইলে নাচ করছিলো সে। তবে

এই পোশাকে নাচের সাথে তার ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ আর তার সাথে দুর্দান্ত নাচ করছিল স্যান্ডি। চারিপাশের মানুষ স্যান্ডি সাহাকে এই রূপে দেখে, কার্যত অবাক হয়ে গেছে। হেসে লুটোপুটি খেয়েছে সাইবারবাসীরা। রাস্তায় রীতিমতো ভিড় জমে গেছিল তার এরূপ কান্ড কারখানা দেখতে।

 

View this post on Instagram

 

Shared post on

The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.

নিজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করেছিল স্যান্ডি, যার নিমিষের মধ্যেই ভাইরাল হয়ে যায়। প্রায় 23 হাজার ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ওই ভিডিওটি। কেউ বলেছে, “তুমি একমাত্র পারো স্যান্ডি”! কেউ বা তার সাথে উরফির তুলনা করেছে।

Advertisements