×
ভাইরাল ভিডিও

Snake Video : খালি হাতে বিশালাকৃতির কোবরা সাপকে ধরলেন উদ্ধারকারী কর্মী, ভিডিও দেখে হতবাক নেটজনতা

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার (social media) দ্বারা আজ গোটা বিশ্ব হাতের মুঠোয়। পৃথিবীর যেকোনো প্রান্তে বসে, অপর প্রান্তের ঘটনা দেখে নেওয়া যাচ্ছে। নানান উদ্বেগ জাগানো দৃশ্যের সাক্ষী হওয়া যাচ্ছে, ঘরের নরম বিছানায় বসে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির প্রাণী, সকলেই উঠে আসছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বলা বাহুল্য এর মধ্যে বেশি করে নেটিজেনদের সাড়া যোগাচ্ছে বিভিন্ন সাপেদের ভিডিও (snake video)।

Advertisements

আরো পড়ুন-বিষধর সাপের মাথা থেকে বেড়িয়ে এলো নীল নাগমণি! ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

সাধারণ মানুষ বরাবরই সাপ জাতীয় প্রাণীদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় এই জাতীয় ভিডিও দেখতে কার না ভালো লাগেনা! সম্প্রতি এরকমই একটি হাড়হিম করা সাপের দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে এক সাপ উদ্ধারকারী কর্মীর বিষাক্ত কিং কোবরাকে ধরার ভিডিও, রীতিমতো অবাক করে তুলেছে সকলকে।

Snake video

ভিডিওটিতে দেখা গেছে, প্রায় ১৫ ফিট উচ্চতার একটি বিশাল আকৃতির কালো কিং কোবরাকে; নিজের হাতে তুলেছে ওই উদ্ধারকারী কর্মী। এই দৃশ্য সকলকেই চমকিত করে তুলেছে! টুইটারে সুশান্ত নন্দা নামের এক আইএফএস অফিসার এই ভিডিওটি তুলে ধরেছে। এর পাশাপাশি তিনি সকলকে অনুরোধ করেছেন, যাতে তারা এরকম না করে।

আরো পড়ুন –ভয়ডর হীন ভাবে বিশালাকার সাপের দলের মাঝে বসে রয়েছে এক ব্যক্তি, ভিডিও দেখে শিহরিত নেটিজেনরা


খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে সমাজ মাধ্যমে। ইতিমধ্যেই ১৫ হাজার মানুষ ভিডিওটি দেখেছে এবং হাজারেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছে। অনেকেই নানান মন্তব্যে ভরিয়ে তুলেছে ভিডিওর কমেন্ট বক্স। কেউ বলেছে, “প্রাণীটিকে দেখতে বড়ই অদ্ভুত লাগছে, আমার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে”। আবার কেউ বলেছে, “দারুন সাহসের কাজ”।

Advertisements