×
ভাইরাল ভিডিও

Viral snake video: গ্রামের রাস্তায় দেখা মিলল বিরল দুই বিষধর সাপের শঙ্খ দৃশ্য, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

ইন্টারনেট ও মুঠোফোনের যুগলবন্দীর ফলে গোটা বিশ্ব আজ হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাইবারবাসীরা বিশ্বের নানান দৃশ্য অতি সহজেই দেখতে পায়। ৮ থেকে ৮০ সকলেই সোশ্যাল মিডিয়ার দর্শক, তাই যে কোন ভিডিওই খুব সহজেই আপামর জনগণের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম ঠিকানা হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া। প্রতিনিয়তই বিভিন্ন অবাক করা ভিডিও বেশ ভাইরাল (viral) হয় এই সোশ্যাল মিডিয়ার পাতায়।

Advertisements

সাধারণ মানুষের পাশাপাশি, বিভিন্ন প্রজাতির পশু-পাখি এবং প্রাণীদের ভিডিও হামেশাই নজরকাড়ে নেটদুনিয়াতে। এই জাতীয় প্রাণীদের তালিকায় পরে বিভিন্ন প্রজাতির সাপ! বিষাক্ত বিষধর সাপেদের নানান দৃশ্য অবাক করে তোলে সকলকে। সম্প্রতি এমনই দুই সাপের ভয়ঙ্কর মিলনের দৃশ্য, তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাপেদের মিলনকে সাধারণভাবে ‘শঙ্খ লাগা’ বলা হয়ে থাকে। গ্রাম বাংলার মানুষদের কাছে এই শঙ্খ লাগা ভীষণই শুভ; তাই তারা যেখানেই এইরকম দৃশ্য দেখতে পায়, সেখানে নতুন কাপড় বা গামছা দেয়। তাদের ধারণা এর ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে।.

ভাইরাল (viral) হওয়া ওই ভিডিওটিতে নজর এসেছে, দুটি বিশাল আকৃতির সাপকে যারা যৌন ক্রিয়ায় ব্যস্ত; যাকে শঙ্খ লাগা বলে। আনুমানিকভাবে দুটি সাপেরই দৈর্ঘ্য প্রায় ৮ ফুটের কাছাকাছি। তাদের এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে তুলেছে একজন এবং ইউটিউবে ‘Boost up’ নামের একটি চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে।

Advertisements