×
ভাইরাল ভিডিও

সমুদ্র সৈকতে খালি গলায় লতা মঙ্গেশকরের সুর ধরলেন রানু মন্ডল! আবারও লাইম লাইটে রানাঘাটের গায়িকা

Advertisements
Advertisements

রানু মন্ডলকে (Ranu Mondal) কে না জানেনা! রানাঘাট স্টেশনের পথ চলতি ভিখারী থেকে বলিউডের (Bollywood) গায়িকা হয়ে ওঠার কাহিনী সকলেরই পরিচিত। একসময় রানাঘাট স্টেশন ‘এক প্যার কা নাগমা হে’ গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলো সে, তবে কাজের অভাবে আবারো পুরনো ছন্দে ফিরে গেছে তার জীবন। বর্তমানে অবশ্য সে প্রায়ই ভাইরাল (viral) হয়ে বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে। তবে গান করতে তাকে আর খুব বেশি দেখা যায় না!

Advertisements

তবে সম্প্রতি প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) ‘সাগর কিনারে’ গানটি গেয়ে আবারও সোশ্যাল মিডিয়াতে লাইম লাইটে এলেন তিনি। আবারও তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটবাসী। সমুদ্র তটে দাঁড়িয়ে নিজের মতন করেই লতাজির গানটি গেয়েছে সে।

ইউটিউবে ‘সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র’ নামের এক ব্যক্তি ওই ভিডিওটি তুলে ধরেছে। সমুদ্র পাড়ে রানু মন্ডল কার সাথে ঘুরে বেড়াচ্ছে সেই সম্পর্কে সঠিক তথ্য না পাওয়া গেলেও, তার গানটির দ্বারা আবারো জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সমুদ্র পারের হাওয়ায় এবং জলের গর্জনে তার আওয়াজ ভালোমতো শোনা না গেলেও, ইতিমধ্যে এই ৫০ হাজার ভিউজ পেয়েছে তার ভিডিওটি।

Advertisements