“ফুলোকা তারোকা সবকা কেহেনা হে” রাখী বন্ধনের গানে নেচে মন মাতালেন সুন্দরী যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

বোনেদের কাছে রাখি বন্ধন একটি মহৎসবের মতন, দাদাদের রাখি বন্ধনের দিন রাখি পরিয়ে মঙ্গল কামনা এবং তাদের সাথে বন্ধন অটুট করার রীতি চলে আসছে বহু বছর ধরে। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে ও ভাইরাল হয় বিভিন্ন দাদা ও বোনের ভিডিও কখনো বা দাদার জন্য উপস্থাপন করা বোনের ভিডিও। আর কিছুদিন পরেই রাখি এরই মধ্যে ফুলকা তারকা সাবকা কেহেনা হে এই গানে নেচে নেট পাড়ায় ভাইরাল হলেন এক যুবতী। অপূর্ব সুন্দরী এই যুবতী দেখা যাচ্ছে বাড়ির ছাদেই অপূর্ব উপস্থাপনায় নৃত্য পরিবেশন করেছেন।। তার পরনে ছিল সবুজ রঙের শাড়ি এবং লাল রঙের ব্লাউজ যা তাকে আরো উজ্জ্বল করে তুলেছে। এছাড়া রংমিলিয়ে মাথায় তিনি লাল ফুলও গুজেছেন। এর সাথে অসম্ভব সুন্দর ভঙ্গিমা আরও ফুটিয়ে তুলেছে নৃত্যটিকে। “UBIRUNGIA” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছিল ভিডিওটি। পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে যুবতীর করা ওই ভিডিওটি। পোস্ট করার মাত্র একদিনের মধ্যেই ভিডিওটি 51 হাজার viewers ছাড়িয়েছে। সাথে সাথে এই ভিডিওটিতে লাইক করেছে 2000 এরও বেশি মানুষ। নেটিজেনরা কমেন্টে বক্সে আপ্লুত হয়ে তাদের মন্তব্য প্রকাশ করেছেন। এরই মধ্যে অনেকেই শেয়ার করেছেন ভিডিওটি। সামনেই রাখি এবং তারই মধ্যে রাখি বন্ধনের এরকম একটি জনপ্রিয় গানে নৃত্যের তাল তুলে জনপ্রিয়তার শেখরে উঠেছেন ওই যুবতী।