হুবহু মানুষের মতো ঝগড়া জুড়েছে দুটি টিয়া পাখি! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার পাতাতে পশুপাখিদের নানান কর্মকান্ড উঠে আসে। এরমধ্যে কথা বলা পাখিদের ভিডিও বেশ ভাইরাল (viral) হয়। টিয়া, ময়না, কাকাতুয়া এই জাতীয় পাখিগুলি মানুষের মতো কথা বলার দক্ষতা রাখে। তাই এইসব ভিডিওগুলি যখনই নেটদুনিয়ার পাতায় উঠে আসে, স্বাভাবিকভাবে সেগুলি জনপ্রিয় হয়ে ওঠে। সম্প্রতি এমনই দুই টিয়া পাখির মজাদার কাহিনী ভাইরাল হল নেটদুনিয়ার পাতায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, একটি খাঁচার মধ্যে তিনটি টিয়াপাখি বসে কথা বলছিল। এর মধ্যে দুটি টিয়া খাঁচার ডান্ডিতে বসে, অনবরত মানুষের মত কথা বলেই চলেছে। অপর দিক থেকে খাঁচার ওপারে বসে থাকা মালিকও তাদের সাথে গল্প করেছে বেশ দিব্বি! তাদের দেখলে মনে হবে যে কোন মানুষের মতোই তারা খোশমেজাজে গল্প করছে।
দুটি কথা বলা টিয়া পাখির এমন মজাদার ভিডিও ইউটিউবে ‘প্যারট ইনফো ব্লক’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। ভিডিওটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এই ভিউস সংখ্যা ৫৬৮ ছাড়িয়েছিলো। অনেকেই মজাদার কমেন্টে ভরিয়ে তুলেছে ভিডিওর কমেন্ট বক্স।