Viral Video : শাড়ি পরে দুর্ধর্ষ কায়দায় আইস স্কেটিং করছেন এক মহিলা, ভারতীয় নারীর এই প্রতিভা দেখে মুগ্ধ নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন দৃশ্যের সাক্ষী হওয়া যায়। অবাক করা নানান জিনিস অতি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে দুনিয়ার পাতায়। সম্প্রতি এরকমই এক মহিলার চোখ ধাঁধানো সাহস অবাক করে তুললো সকলকে। ‘শাড়িতেই নারী’; এই কথাকে এক ঝটকায় প্রমাণিত করে দিলেন এই মহিলা।
আরো পড়ুন – শাড়ি পরেই কবাডি খেলায় মত্ত একদল গৃহবধূ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
যতই এখনকার দিনের মেয়েরা ওয়েস্টার্ন পোশাকে নজর কারুক না কেন, শাড়ি কিন্তু বরাবরই এক আলাদাই সৌন্দর্য এনে দেয় মেয়েদের। অনেকেই অবশ্য এই শাড়ি সামলাতে রীতিমতো হিমশিম খান। সেখানে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শাড়ি পরে স্কেটিং করতে এক মহিলাকে। যদিও এর আগে দেখা গেছে শাড়ি পরে অলিম্পিকে অংশগ্রহণ করেছেন মহিলারা, ফুটবলও খেলেছেন। তবে এবার একেবারে বরফ ঢাকা পাহাড়ে অত্যন্ত সাহসেরের সাথে স্কেটিং করছেন এক মহিলা।
আরো পড়ুন – শাড়ি পড়েই জিম করছেন সুন্দরী গৃহবধূ, ভিডিও দেখে হতবাক নেটপাড়া
ইনস্টাগ্রামের পাতায় দিব্যা মাইয়া নামের এক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। যেখানে দেখা গেছে, বরফে ঢাকা পাহাড়ে সাবলীলভাবে স্কেটিং করছেন ওই মহিলা আর তার পরনে গোলাপি রঙের শাড়ি। শাড়িতে তাকে এরূপ কাজ করতে দেখে, বেশ কিছুটা অবাকই হয়েছেন সকলে। যদিও তার শাড়িটি দুই পায়ে বিভক্ত করা ছিল।
আরো পড়ুন – শাড়ি পরেই কবাডি খেলায় মত্ত একদল গৃহবধূ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে। সাইবারবাসীদের নানান মন্তব্যে ভরে উঠেছে এই ভিডিওর কমেন্ট বক্স । প্রত্যেকেই তাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং তার সাহসে রীতিমতো অবাক হয়ে উঠেছে।
View this post on Instagram
The Graves Golf is a global golf instruction rhealin könyvei with the Single Plane Swing a Graves Golf 3 or 5 Day Premier School with Tim or Todd Graves and the.