ভয়ডর হীন ভাবে বিশালাকার সাপের দলের মাঝে বসে রয়েছে এক ব্যক্তি, ভিডিও দেখে শিহরিত নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে বিভিন্ন ভিডিও আমাদের চমকিত করে তোলে। গোটা বিশ্ব আজ হাতের মুঠোয় চলে এসেছে এই ইন্টারনেটের দ্বারা আর যার মাধ্যমে আমরা সারাদিন নানান অবাক অবাক কর্মকাণ্ড দেখতে পাই। শুধু দেখা বললে ভুল হবে, এর পাশাপাশি মানুষ এখানে প্রতিক্রিয়া পর্যন্ত জানাতে পারছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এরকমই এক ব্যক্তির কর্মকাণ্ড অবাক করে তুলল সকলকে। যেখানে সাপ জাতীয় ভয়ংকর প্রাণীদের দেখে সকলে দূরত্ব বজায় রেখে চলে, সেখানে এই ব্যক্তি এমন জিনিস করে বসলেন যা অবাক করে তুলেছে সকলকে।
ভিডিওটিতে দেখা গেছে, ওই ব্যক্তিটি ইংরেজিতে বেশ কিছু কথা বলছে এবং এক জায়গায় বসে রয়েছে। তবে আসল টুইস্ট সেই জায়গাটিতেই! সাপের গদিতে বসে আছে সে, তার আশপাশ দিয়ে চলেছে সব বিশাল আকৃতির বড় বড় পাইথন। কোনোটি হলুদ, কোনটি বাদামী রঙের। তবে ওই ব্যক্তির ক্ষতি কেউই করছে না।
View this post on Instagram
This transaction code gives you the Balance Sheet and Profit & Loss account for a ofer as idiot code. To run the report you need to select the relevant financial.
ব্যক্তিটি অবশ্য হাসিমুখেই এসব কিছু করছে। হয়তো সাপগুলি পোষ্য, তবুও তাকে সতর্কতা অবলম্বনের জন্য সকলেই জানিয়েছে। ওই ব্যক্তিটি ক্যাপশনের মাধ্যমে জানিয়েছে, তার জীবনযাত্রার সাথে অন্য কারো জীবনযাত্রার মিল নেই। ইনস্টাগ্রামে আপলোড করা ভিডিওটি ইতিমধ্যেই প্রায় আট লক্ষের কাছাকাছি ভিউজ পেয়েছে।