×
ভাইরাল ভিডিও

হত্যা করা হয়েছে নাগকে! নাগিনের আতঙ্কে শিহরিত গ্রামবাসী, ভাইরাল ভিডিও দেখে চমকে গেল নেটদুনিয়া

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বিভিন্ন ধরনের দৃশ্যের সাক্ষী হওয়া যায়। কোথাও দেখা যায় চরম আনন্দের কোন কাহিনী, কোথাও বা ভয়ে শিহরণ জাগানো আতঙ্কের ঘটনা, সবই জনপ্রিয়তা পায়। বিভিন্ন প্রজাতির প্রাণীদের ভিডিও ভাইরাল হয়। আর এর মধ্যে অন্যতম হলো সাপেদের ভিডিও।

Advertisements

গোটা বিশ্বজুড়ে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ রয়েছে। তাদের নানান কর্মকাণ্ড বেশ জনপ্রিয়তা পায় সোশ্যাল মিডিয়ার পাতা থেকে। শুধু সাপ বললেও ভুল হবে, এর পাশাপাশি এই বিষাক্ত সাপ উদ্ধারকারী কর্মীদের কাহিনী না বললেই নয়। তাদেরও নানান কর্মকাণ্ড অবাক করে তোলে সাধারণ মানুষকে।

সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে দেখা গেছে, ‘মির্জা মোহাম্মদ আরিফ’ নামের এক সাপ উদ্ধারকারী কর্মী একটি বাড়িতে হাজির হয়েছে। তাকে জানানো হয়, সেখানে দুটি কোবরা সাপ একই সাথে ঘোরাফেরা করছিল। তবে সেখানকার মানুষরা ভয়ে ভুল করে, একটি কোবরাকে মেরে ফেলে। যা শুনে ওই ব্যক্তি রীতিমতো বিস্মিত হয়ে যায়।

গোটা গ্রাম জুড়ে ওই সাপকে উদ্ধার করার প্রস্তুতি চলে এবং শেষ পর্যন্ত মাটির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে একটি জল ভর্তি পাত্রের উপরে রেখে দেওয়া হয়। ওই ব্যক্তি জানান, গ্রামবাসীরা নাগ সাপকে মেরে ফেলেছে। এই যৌন মিলনের সময় এরূপ করায়, নাগের জন্যই নাগিন সাপটি চারিদিকে ঘোরাফেরা করছিল।সকলেই এই কথা শুনে ওই বিষাক্ত সাপটির কাছে হাত জোড় করে ক্ষমা চাই। এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রায় ৪১ হাজার ভিউজ সংখ্যা ছাড়িয়েছে। সকলেই ওই সাপ উদ্ধারকারী কর্মীর সাহসের প্রশংসা করেছে।

Advertisements