×
ভাইরাল ভিডিও

অবিকল মানুষের মতোই ছোট্ট ছানাকে কথা বলা শেখাচ্ছে মা টিয়া, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

বর্তমানে সোশ্যাল মিডিয়া নানান কর্মকাণ্ডের ভান্ডার হয়ে দাঁড়াচ্ছে। বিশ্বের যেকোনো প্রান্তে ঘটে যাওয়া নানান ঘটনা, অতি সহজেই দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার পাতা থেকে। ৮ থেকে ৮০ সকলেই এখন সোশ্যাল মিডিয়ার দর্শক। প্রত্যেকেই নিজেদের একঘেয়েমি জীবন কাটিয়ে তুলছে , সোশ্যাল মিডিয়ার পাতায় বিভিন্ন বিনোদনমূলক ভিডিওর মাধ্যমে। ভালো, খারাপ, আনন্দ, কষ্ট এরকম নানান ভিডিওর নিদর্শন পাওয়া যায়, নেট দুনিয়া থেকে।

Advertisements

মুঠোফোনের পাতায় প্রায়শই এমন অনেক ঘটনা উঠে আসে, যেগুলি সাইবারবাসীদের চমকিত করে তোলে। না জানা তথ্য এখন অতি সহজেই মুঠোফোনের পাতায় ধরা দিচ্ছে সকলের কাছে। পশুপাখিদের নানান ভিডিও বেশ জনপ্রিয়তা পায় এই সোশ্যাল মিডিয়া থেকেই; যেগুলি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, সকলের জন্যই আনন্দদায়ক হয়ে ওঠে। বন্য পশু হোক বা বাড়ির পোষ্য সকলেরই কর্মকাণ্ড উঠে আসে এই মুঠোফোনের পাতায়। সম্প্রতি এইরকমই টিয়া পাখির কর্মকাণ্ড বেশ জনপ্রিয়তা পেল।

ফেসবুক ইউটিউব সব জায়গাতেই টিয়া পাখিদের নানান কর্মকাণ্ড প্রায়শই নজরে আসে। যেখানে দেখা যায়, হুবহু মানুষের মতনই নানান কাজ তারা করছে। কখনো মানুষের মত কথা বলছে, কখনো বা মানুষের মতনই সকালের খাবার খাচ্ছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, মানুষের মতনই টিয়া পাখি তার বাচ্চাকে কথা বলানো শেখাচ্ছে।

হুবহু মানুষের মতনই টিয়া পাখির মা আচরণ করছে। ঠিক যেভাবে মেয়েরা তার সন্তানকে আগলে রাখে, এখানে টিয়া পাখিটিও তাই ছোট্ট সন্তানকে আগলে রেখেছে এবং মানুষের মতনই কথা শেখানোর চেষ্টা করছে। তবে এই ভিডিওতে অনেকগুলি টিয়া পাখিকে একসাথে দেখা গেছে। যদিও এখানে সব থেকে বেশি নজরে এসেছে ওই মা টিয়া পাখিটি। ইউটিউবে ‘প্যারট প্যারাডাইস’ নামের একটি চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল, বর্তমানে হাজার হাজার ভিউস পেয়েছে ভিডিওটি।

Advertisements