×
ভাইরাল ভিডিও

পরম স্নেহে ছোট্ট বাঁদরছানাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন মহিলা, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

ইন্টারনেট এবং স্মার্টফোনের সংযুক্তিকরণ এর ফলে, সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের জীবনযাত্রায় এনে দিয়েছে এক অন্য রূপ। সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়শই এমন অনেক জিনিস উঠে আসে, যা আনন্দ-বেদনা সবকিছুই দেয়। ঠিক সেরকম এক মহিলার দুই বাঁদর ছানার প্রতি ভালোবাসা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটপাড়ার বাসিন্দারা। শিশুরা সব থেকে নিরাপদ স্থান মনে করে মায়ের কোল কে আর সেটি প্রমাণ করলো বাঁদর ছানাও।

সম্প্রতি ভাইরাল (viral) হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে এক মহিলা দুই বাঁদর ছানাকে অত্যন্ত ভালবাসছে। তাদের সম্পর্ক দেখেই সেটিকে খুবই স্নিগ্ধ মনে হচ্ছে। এরপর ওই মহিলা বাঁদর ছানা দুটিকে স্নান করিয়ে দিচ্ছে, তারাও বেশ আনন্দ উপভোগ করছে মহিলাটিকে তাদের মা মনে করে। বাঁদর ছানা দুটি কখনো কখনো আঁকড়ে ধরেছে মহিলাকে।

Advertisements

বাচ্চা বাঁদর দুটির প্রতি মহিলার এরকম মাতৃসুলভ আচরণ সত্যিই প্রশংসনীয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়া মাত্রই বহুজন তাদের আন্তরিক মন্তব্যে ভরিয়ে তুলেছে। ভিডিওটিকে ইতিমধ্যেই ভিউজ সংখ্যা ছাড়িয়েছে দেড় লক্ষেরও বেশী।৬০ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছে ভিডিওটিকে

Advertisements