মানুষের মতোই ডাবের জল পান করতে ব্যস্ত ছোট্ট বাঁদর! তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন পশুপাখিদের কর্মকান্ড উঠে আসে। সাধারণ মানুষ এই জাতীয় ভিডিওগুলি দেখতে বেশ পছন্দ করে, তাই এগুলোই জনপ্রিয়তা পায়। বিভিন্ন পশুদের মধ্যে মানুষের পূর্ব প্রজন্ম বাঁদরেরও নানান কাহিনী দেখা যায় নেটদুনিয়া থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি পোষ্য হয়। সম্প্রতি এমনই এক বাঁদরের দুষ্টু-মিষ্টি কাহিনী উঠে এসেছে নেটদুনিয়ার পাতায়।
ভাইরাল (viral) হওয়া ভিডিওতে দেখা গেছে, হুবহু মানুষের মতনই ডাব খাচ্ছে এক ছোট্ট বাঁদর। এক মহিলা ডাব কেটে টেবিলে রেখে দিয়েছিল এবং তারপরেই বাঁদরটি স্ট্র দিয়ে ডাবের জল খেতে শুরু করে। সে এতটাই ছোট যে, ঠিক মতো করে দুহাতে ডাবও ধরতে পারছিল না। তা কে ডাবের জল খাওয়া শেখাতে গেলে, রীতিমতো হিমশিম খায় ওই মহিলাটি!
ইউটিউবে ‘মলি মাঙ্কি’ নামের একটি চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। নেটবাসীদের ভিডিওটি এতটাই পছন্দ হয়েছে যে, ২ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখে নিয়েছে। প্রত্যেকেই স্ট্র দিয়ে বাঁদরটির ডাবের জল খাওয়াকে প্রশংসা জানিয়েছে। অনেকেই ‘মিষ্টি’ বলে আখ্যা দিয়েছে ভিডিওটিকে।