ভাইরাল ভিডিও
একদল মানুষের সামনে দুর্দান্ত নাচ করে তাক লাগাল বাঁদর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Advertisements

Advertisements
সময়ের সাথে অনেক কিছুই বদলে যায়, আর বদলানোর মধ্যে প্রথম সারিতেই রয়েছে মানুষ। যারা প্রায় মুহূর্তেই নিজেদের অভ্যাস থেকে শুরু করে অববকায়দা সমস্ত কিছু পরিবর্তন করে। কারণ এই পরিবর্তনের সাথে নিজেকে পা মিলিয়ে চালাতে না পারলেই কালের নিয়মে তলিয়ে যেতে হবে।
Advertisements


যেখানে দেখা যাচ্ছে একটি বাঁদর খেলা দেখাচ্ছে দর্শকদের। দেখা গিয়েছে বাঁদরটি একটি লাঠি ধরে নাচ করছে আর তাঁর মালিক ডুগডুগি বাজাচ্ছে। বাদ্য যন্ত্রের তালে তালে সে দিব্যি সাধারণ মানুষের মনোরঞ্জন করে চলেছে। আর তা দেখে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের উন্মাদনার শেষ নেই। ‘অসাম পিপল’ (Awesome People) নামের এক ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই ফিরে গিয়েছেন তাঁদের ছোটবেলার দিনে।
Advertisements