×
ভাইরাল ভিডিও

মিছরির দানা, প্রকৃতির মাঝে সবুজ লেহেঙ্গা চোলীতে দুর্দান্ত নাচ সুন্দরীর, প্রশংসায় ভরাল নেটনাগরিকরা

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়াকে নির্ভর করে বর্তমানে অনেকেই জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া বর্তমানে সাধারণ মানুষের আয়ের পথ হয়ে দাঁড়িয়েছে। প্রতিভাবান শিল্পীরা নিজেদের ট্যালেন্ট সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরে আয় করছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দর্শক সংখ্যা নেহাতই কিছু কম নয়, তাই যেকোনো ভিডিও ভাইরাল (viral dance) হয়েছে সোশ্যাল মিডিয়ার।

Advertisements

ঠিক সেরকমই মৌ, যার অসাধারণ নৃত্য শিল্প হামেশাই জনপ্রিয় হয়ে ওঠে নেটদুনিয়ার পাতাতে। সে যে শুধু নাচ করে তা নয়, বলা বাহুল্য সে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী; তাই তার বিভিন্ন ভিডিওকে ঘিরে চর্চা শুরু হয় নেট দুনিয়ার পাতায়। বর্তমানে পুজোর মরশুমে দর্শকদের জন্য এমনই এক সুন্দর নৃত্য উপহার দিল সে। সামনে পূজা তাই প্রত্যেকেই পুজোর বিভিন্ন গান, নাচ তুলে ধরছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু মৌ গেল সম্পূর্ণ বিপরীত পথে।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সে হামেশাই এরকম নৃত্য পোস্ট করে থাকে, এবারও সেটি করল; তবে সম্পূর্ণ ভিন্ন ছন্দে। ‘ভাদু লে লে পয়সা দু আনা’, এই গানের সাথে সবুজে ঘেরা পরিবেশে, সবুজ রঙের লেহেঙ্গা চোলিতে দুর্দান্ত নৃত্য উপস্থাপনা করলো। ইতিমধ্যেই তার ভিডিও ঘিরে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াময়। দর্শকের প্রশংসা করেছে তার।

Advertisements