×
ভাইরাল ভিডিও

বিড়ালের পিঠে চেপে কলা খেতে ব্যস্ত খুদে বাঁদর ছানা! ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

বর্তমানে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়াকে নির্ভর করে, বিশ্বের নানান প্রান্তের ঘটনা খুব সহজেই ধরা দিচ্ছে মানুষের হাতের মুঠোয়। আর সেগুলি খুব দ্রুত জনপ্রিয়তাও পাচ্ছে! সোশ্যাল মিডিয়াতে প্রায়শই পশুপাখিদের নানান কর্মকাণ্ড উঠে আসে,যা দেখে সাধারণ মানুষ মুখে হাসি ফোটে। সম্প্রতি এমনই এক বিড়াল ও বাঁদরের ঘটনা দেখে, আনন্দ মুখরিত হয়েছে নেটবাসীরা।

Advertisements

ভাইরাল (viral) হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি ছোট্ট পোষ্য বাঁদরের ছানা, একটি বড় বিড়ালের পিঠের উপর বসে রয়েছে। তারা দুজনেই বাগানের উপর রাখা একটি নরম বালিশের উপর বসেছিল। বাঁদর ছানাটি রীতিমতো বিড়ালটির পিঠ আঁকড়ে বসেছিল! তবে তাতে বিড়ালটির কোন রাগ-বিরক্তি নেই! জানা যায় বাদরটির নাম ‘মলি’, তার সাথে বিড়ালটির ভিষণ বন্ধুত্ব। মলি যদি দুধের বোতল থেকে দুধ খায়, তাহলে বিড়ালটিও নিজের খাবার খেতে বসে; সেরকম চিত্র ভিডিও ধরাও পড়েছে। বাঁদরটি কে আবার জামা-প্যান্ট পড়তে দেখা গেছে ভিডিওতে। তবে তাদের মালকিনও দুজনকেই সমান যত্নে বড় করেছে; একজনকে কলা খাওয়াচ্ছে, তো অন্যজনকে খাবার খাওয়াচ্ছে।

ভিডিওটি ইউটিউবে ‘মলি মাঙ্কি’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়, যা বর্তমানে ভাইরাল হয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই ১১ লক্ষ ভিউজ পেয়েছে, প্রায় ৮ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে।

Advertisements