×
ভাইরাল ভিডিও

পোষা বাঁদরের সাথে মহানন্দে খেলছে খুদে বালক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন প্রজাতির পশু পাখিদের নানান মজাদার মুহূর্তর সাক্ষী হওয়া যায়। সামনে থেকে এদের রোজকার জীবন কাহিনী না দেখতে পেলেও, সোশ্যাল মিডিয়ায় এদের নানান মুহূর্ত খুব সহজেই ধরা দেয় সাইবারবাসীদের কাছে। কিছু কিছু ভিডিও যেমন সাধারণ মানুষকে অবাক করে তোলে, আবার কিছু কিছু ভিডিও বিনোদনের অফুরন্ত ভান্ডার হয়ে দাঁড়ায়। প্রত্যেকের বাড়িতে পোষ্য রাখাটা বর্তমানে ট্রেন্ডে পরিণত হয়েছে। তবে কুকুর, বিড়াল, পাখি শুধু নয় অনেকে আবার বাড়িতে বাঁদরও পোষে।

Advertisements

সম্প্রতি এমনই এক পোষ্য বাঁদরের অবাক করা কিছু দৃশ্যের সাক্ষী হল সাইবারবাসীরা। যেখানে দেখা গেছে একটি ছোট্ট দুরন্ত বাঁদরের সাথে খেলায় মত্ত হয়েছে, সেই বাড়ির ছোট এক সদস্য। ভাইরাল (viral) হওয়া এই ভিডিওতে দেখা গেছে, একটি বাঁদর ও একটি বাচ্চা দুজনেই খেলায় দারুন ভাবে মত্ত। কখনো তারা একসাথে ঘুমাচ্ছে, কখনো বা দেখা গেছে ছোট বাঁদরটিকে খাইয়ে দিচ্ছে একটি মেয়ে।

বিছানায় বসে বাঁদর ছানাটির সাথে বাচ্চা ছেলেটি মহানন্দে খেলা করছিল। দেখে বোঝাই গেছে, বাচ্চা ছেলেটির যেমন বয়স ৪-৫ বছর, সেরকমই খুদে বাঁদরটিও তারই সমান। মানুষের মতোই নানান কর্মকাণ্ড করে যাচ্ছিল ওই বাঁদর ছানাটি। এর সাথেই তালে তাল দিচ্ছিল ওই ছোট্ট বালকটি।

এর পাশাপাশি বাঁদর ছানাটিকে দেখা গেছে, হুবহু মানুষের মতনই জামা প্যান্ট পরে থাকতে। এর পরে দেখা যায় ওই ছেলেটির পিঠে উঠে রীতিমতো সে চড়ে বসেছে এবং এভাবেই দুজনে নিজেদের মতো সময় কাটিয়ে দিচ্ছে।

Advertisements